শাইখ সিরাজ নোবেল বিজয়ী হলে কেমন হয়?

মুহাম্মদ আজিজুর রহমান
Published : 8 Sept 2012, 08:30 AM
Updated : 8 Sept 2012, 08:30 AM

একজন শাইখ সিরাজ যে একটা দেশের কৃষিকে সঠিক কাঠামোর মধ্যে আনতে কত নিরলস ভাবে কাজ করে গেছেন তা বাংলাদেশের সবাই জানে। সেই বিটিভির আমলে মাটি ও মানুষ অনুষ্ঠান দিয়ে তার শুরু তারপর এখন চ্যানেল আইতে নামের একটু হেরফের করে সেই একই অনুষ্ঠান করে কৃষককে যেমন উপকৃত করছেন তেমনি উপকৃত করছেন এই দেশকে। আজ বাংলাদেশ যে খাদ্যে প্রায় স্বয়ং সম্পূর্ণ তার প্রধান অবদান শাইখ সিরাজের। কৃষক কখন কিভাবে জমি চাষ করবেন, কি ধরনের কীটনাশক দিবেন, কখন জমি থেকে ফসল তুলবেন, কি ধরনের সার ব্যবহার করবেন , তার সব কিছুই থাকত তার অনুষ্ঠানে। এরপর গরুর খামার, হাঁস মুরগীর খামার, মাছের চাষ, বৃক্ষ রোপন, শাক সবজির খামার থেকে শুরু করে গ্রামীন জনপদের এমন কোন বিষয় নেই যা জনাব শাইখ সিরাজ তার অনুষ্ঠানে তুলে আনতেন না এবং সব সময়ই তিনি অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের সাহস এবং সাহায্যে করে গেছেন। তিনি অর্থ দিয়ে কারো সাহায্যে করেননি তবে তার অনুপ্রেরণায় হাজারো মানুষ আজ অর্থনৈতিক মুক্তি পেয়েছে। মোট কথা একজন শাইখ সিরাজের অবদান বাংলাদেশের মানুষ কোনদিন ভুলতে পারবে না। আমি অনেক ক্ষুদ্র্র মানুষ তাই বড় কথা আমার মানায় না তবে শান্তি হউক আর অর্থনীতি হউক যে কোন একটা ক্যাটাগরিতে শাইখ সিরাজ নোবেল পাওয়ার যোগ্য বলে আমি মনে করি কারন তার কারনে লক্ষ লক্ষ মানুষ যেমন শান্তিতে আছে আবার দারিদ্র থেকে মুক্তি পাচ্ছে। এখন শুধু প্রয়োজন আর্ন্তজাতিক পরিমণ্ডলে তার কাজের পরিধি তৈরি করা।