প্রধান দুই দল কবে পরিশুদ্ধ হবে

মুহাম্মদ আজিজুর রহমান
Published : 22 Sept 2012, 06:12 AM
Updated : 22 Sept 2012, 06:12 AM

বর্তমানে দেশে যে অচলাবস্থা চলছে তা খুব সহসাই নিরসন হবে বলে মনে হয় না। ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়ার যে সংঘাত তা নিরসন হবার নয়। মূলত প্রধান দুই দল যত কথাই বলুক তাদের আসল উদ্দেশ্য হল ক্ষমতা । তাই তাদের দ্বারা আর যাই হউক এ দেশের মঙ্গল হতে পারে না । প্রধান দুই দল কোন কিছু থেকেই শিক্ষা গ্রহন করেনি। আমরা যতই তাদের সঠিক রাজনীতি শিক্ষা দিতে চাই তারা তা গ্রহন করবে না । ঘুড়ে ফিরে সেই আওয়ামী লীগ অথবা বিএনপি ক্ষমতায় আসে আর সব কিছু আগের থেকে বেশী খারাপ হয়। আমি হলফ করে বলতে পারি সামনের বাংলাদেশে আবরো ১/১১ বা তার থেকে সঠিক কোন পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে । আমরা যারা সাধারন জনগন তাদের থেকে হাজারো গুন বেশী সমস্যা হবে আজ যারা দেশ নিয়ে ছিনিমিনি খেলছে । ১/১১ তে রাজনীতিবিদদের উপর যে স্টিম রোলার চলেছে তাতে ও যখন প্রধান দুই রাজনীতি দলের হুশ হল না তখন তাদের ভাগ্যে আর আমাদের মত সাধারন জনগনের হাতে রইল না । জানি না আল্লাহ তাদের জন্য কি লিখে রেখেছেন , শুধু একটাই প্রার্থনা তাদের জন্য সাধারন মানুষ কে যেন কষ্ট পেতে না হয় । আমরা বারবার শুধু দুই দলকে ক্ষমতায় এনেছি আর তারা আমাদের ভাগ্যের কোন উন্নতি না করলে নিজেদের পরিবার এবং স্বজনদের প্রভূত উন্নতি করেছেন । তাই প্রধান দুই দলের শীর্ষ নেতাদের বলছি দয়া করে দেশের এবং সাধারণ জনগনের কথা এবার ভাবুন আর নিজেদের কথা না ভেবে এবার দেশের কথা আর সাধারণ জনগনের কথা ভাবুন।

পাদটীকা : আমার লেখা পড়ে অনেকে মন্তব্য করে আমি তৃতীয় শক্তির পক্ষে লিখি আসলে বাস্তবতা তা নয় বরং আমি মনে প্রাণে চাই বাংলাদেশের প্রধান দুই দল যেন সঠিক রাজনীতি করে এবং দলের ভিতরে গনতন্ত্র প্রতিষ্ঠা করে । মূলত তাদের পরিশুদ্ধ করার জন্যই এ সব লিখি যদি ও জানি তারা আমাদের কথা শুনবে না তাই আমার ভাইদের অনুরোধ করছি তারা যেন আমাকে ভূল না বোঝেন। আমি মনে করি বাংলাদেশের জন্য আওয়ামী লীগ এবং বিএনপি কে পরিশুদ্ধ হতে হবে ।