ব্যারিষ্টার রফিকুল হককে যা করতে হবে

মুহাম্মদ আজিজুর রহমান
Published : 2 Oct 2012, 06:06 PM
Updated : 2 Oct 2012, 06:06 PM

শেষ পর্যন্ত অনেকের মত মিডিয়া জালে আটকা পরলেন ব্যারিষ্টার রফিকুল হক। আমি তার প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলছি তিনি আসলে যা বলতে চেয়েছেন তা হল যদি দেশের প্রয়োজনে এবং দুই দলের সম্মতি থাকে তাহলেই তিনি যে কোন দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। এখন যেহেতু বর্তমান ক্ষমতাসীন দল তার ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখাচ্ছে তাই তার কোন দায়িত্ব নেওয়ার প্রশ্নই আসে না । তার পরে ও আমি মনে করি যেহেতু তাকে নিয়ে প্রশ্ন উঠেছে তাই তার অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়া উচিত । আর ব্যারিষ্টার রফিকুল হককে বিনীত একটা অনুরোধ করতে চাই আপনি দয়া করে কোন দায়িত্বে যাবেন না বরং নেতৃত্বে না গিয়েই আপনি আরো বড় হতে পারবেন । আমাদের দেশের নেতা নেত্রীদের যে চরিত্র তাতে আপনি কখন ও একসাথে দুই নেত্রীকে খুশি করতে পারবেন না তাই বিনীত অনুরোধ আপনি সম্মানিত মানুষ , তাই আপনার সম্মান ধরে রাখতে হলে প্রধান দুই নেত্রী থেকে ১০০ মাইল দূরে থাকুন তাতেই আপনার সম্মান বাড়বে বৈ কমবে না ।