বিদেশে টাকা পাচার রোধে এখনই ব্যবস্থা নিতে হবে

মুহাম্মদ আজিজুর রহমান
Published : 18 Oct 2012, 06:15 AM
Updated : 18 Oct 2012, 06:15 AM

ইদানিং একটি খবর প্রায়ই পত্রিকায় আসে আর তা হলো বিদেশে টাকা পাচার। এক শ্রেনীর লোক বিদেশে টাকা পাচার করে দিচ্ছে। এই শ্রেনীর মধ্যে রাজনীতিবিদ , ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন পর্যায়ের লোক আছে। বর্তমানে তারা বিদেশে টাকা পাঠিয়ে নামে বেনামে বাড়ী , গাড়ি কিনে রাখছে। এখন আর শুধু সুইস ব্যাংক নয় বিদেশের বহু ব্যাংকে এই সব লোক টাকা পাচার করে দিচ্ছে । শেয়ার বাজারের টাকা , পদ্মা সেতুর টাকা , হলমার্কের টাকা , যুবকের টাকা , ডেসটিনির টাকা , ইউনিপে টুর টাকা সহ হুন্ডির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বাংলাদেশের ধনী শ্রেনীর এবং নব্য টাকার মালিকদের একটা অংশ বিদেশে চলে যাবার চিন্তা থেকেই মূলত টাকা পাচার হচ্ছে। এখনই যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা না হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি নাজুক পরিস্থিতির মধ্যে পরে যাবে। এরা মূলত দেশের কথা ভাবে না এরা নিজেদের আখের গোছানোর তালে ব্যাস্ত এরা কারো কথায় থামবে না তাই এদেরকে আইনের মাধ্যমে পাকরায় করতে হবে । দেশের টাকা যেন কোন ভাবেই বিদেশে পাচার হয়ে না যায় তার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে পাচারকারী ব্যাক্তিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাই একটা বিষয় জানে যদি টাকা পাচার হয়ে যায় তাহলে আইনের জটিলতা এবং দীর্ঘসূত্রিতার কারনে সেই টাকা আর ফিরে আসে না তাই কোন ভাবেই যেন টাকা পাচার হতে না পারে তার ব্যবস্থা করেত হবে । তাই দেশ প্রেমিক জনগন যারা প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা এই বিষয়টির প্রতি মনোযোগ দিন এবং ঐ সমস্ত পাচারকারীকে ধরে উপযুক্ত বিচার করুন তাহলে এই দেশ , দেশের জনগন বেচে যাবো ।