নতুন বছর চাই শান্তিময়, শুরুটা যেন ভাল হয়

মুহাম্মদ আজিজুর রহমান
Published : 29 Dec 2012, 02:47 PM
Updated : 29 Dec 2012, 02:47 PM

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আসুন সবাই মহান আল্লাহর কাছে এই দোয়া করি যেন নতুন বছর আমাদের দেশের জন্য মঙ্গল বয়ে আনে। বছর যেন হয় শান্তিময়। রাজনীতি স্থিতিশীলতা যেন ফিরে আসে। আমরা একে অপরের সমালোচনা না করে দেশের জন্য , জনগনের জন্য সত্যিকার অর্থে কাজ করতে পারি সেই সুবিবেচনা আমাদের মধ্যে যেন জাগ্রত হয়। আমারা হানাহানি বন্ধে করে নতুন বছরে আমাদের এই প্রিয় মাতৃভুমিকে অর্থনৈতিক , সামাজিক ভাবে কিভাবে সুপ্রতিষ্ঠিত করতে পারি এই হউক আমাদের আগামীর চিন্তা । কিভাবে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারি এই হউক আমাদের আকাংখা। আর যুবক ভাইদের প্রতি বিশেষ অনুরোধ আমাদের মুসলিম পরিচয় এবং বাঙ্গালী পরিচয়ের কোথায় ও থার্টি ফাষ্ট নাইট নামক রাতের উদ্যাম , বেপরোয়া কে সমর্থন করে না তাই নিজের পরিচয় কে ভূলে যাবেন না । আর আমার বোনদের প্রতি বিশেষ অনুরোধ পিতা মাতার অবাধ্য হবেন না , কোন পুরুষ বন্ধু কে বিশ্বাস করবেন না । আপনার সুরক্ষা আপনার হাতে , আপনাকেই প্রথমে আপনাকে রক্ষা করতে হবে । আমরা চাই না আমাদের আর কোন বোন যেন কাউকে বিশ্বাস করে বিপদে না পরে । সবচেয়ে ভাল হয় আপনি যদি রাতের বেলায় না বের হন আর যদি একান্তই বের হন তাহলে অবশ্যই আপন কাউকে সাথে নিবেন আরো ভাল হয় যদি পরিবারের সাথে বা যাদের সাথে আপনার পরিচয় আছে এমন কারো সাথে বের হন । দয়া করে মনে ভূলে ও আপনার বয় ফ্রেন্ডের সাথে বের হবেন না হয়ত সেই আপনার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।