কী হচ্ছে দেশে, ধর্ষণের শাস্তিতে শরিয়া আইন চাই

মুহাম্মদ আজিজুর রহমান
Published : 27 Jan 2013, 06:16 PM
Updated : 27 Jan 2013, 06:16 PM

একের পর এক লোম হর্ষক ধর্ষন ঘটনা দেশের আইন শৃংখলা পরিস্থিতি এবং সাধারন মানুষের নিরাপত্তা কে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। হঠাৎ করে এই ধরনের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারন মানুষ দিশেহারা হয়ে পরেছে। আমরা সবাই পরিবার পরিজন নিয়ে ভীষন উৎকন্ঠায় আছি। প্রতিদিনই আমাদের মেয়ে , বোনেরা রাস্তায় বের হয় কাজের জন্য। পুরুষ নামের কিছু নরপশু তাদের কে নানা ভাবে উৎপাত করছে এবং সুযোগ পেলে ধর্ষন করছে , কোন কোন ক্ষেত্রে মেরে ফেলছে। গত কিছুদিন এই ঘটনা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। ডাঃ ইভা , টাঙ্গাইলের এক মেয়ে , যষোরে এক মাদ্রাসা ছাত্রী আর মাত্র একদিন আগে চলন্ত বাসে এক অসহায় নারীকে ধর্ষন করেছে পশুরা। আমি একজন পুরুষ হয়ে ওদের মৃত্যু চাচ্ছি এবং তা কোন স্বাভাবিক মৃত্যু নয় বরং আমি চাই তাদের শরিয়া আইনে মৃত্যুদন্ড কার্যকর করা হউক। বাংলাদেশে অন্তত এই একটি বিষয়ে শরিয়া আইন চালু করা হউক। যাতে ঐ সব পশুদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। আমার যেমন ছোট দুটি মেয়ে আছে তেমনি সবারই আদরের ছোট মেয়ে বা বোন আছে । এখন পশুদের হাত থেকে শিশুরা ও রেহাই পাচ্ছে না । তাই দয়া করে আমাকে ভূল না বুঝে হয় এই সব পশুদের জন্য বিশেষ ট্রাইবুনাল তৈরি করা হউক যেখানে ডি এন এ পরীক্ষা করে খু্ব দ্রুত বিচার করা হউক এবং রায় কার্যকর করা হউক অথবা শরিয়া আইন চালু করে সবার সামনে পাথর নিক্ষেপ করে হত্যা করা হউক । মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুক এবং নিরাপত্তা দেওয়ার তাওফিক দিন। আমীন।