পদ্মা সেতু নিয়ে কথার ফুলঝুড়ি শুনতে চাই না, কাজ দেখতে চাই

মুহাম্মদ আজিজুর রহমান
Published : 24 May 2012, 09:42 AM
Updated : 24 May 2012, 09:42 AM

পদ্মা সেতু নিয়ে কথা শুনতে শুনতে কান নষ্ট হবার যোগাড়। দক্ষিন বঙ্গের মানুষের প্রানের দাবী এই পদ্মা সেতু। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এই সেতু এই সরকারের আমলেই হবে কিন্তু বাস্তবতা এখনো সেতুর কাজই শুরু হয়নি। প্রথমে বিশ্ব ব্যাংকের দূর্নীতির অভিযোগ এর পরে সরকারের অস্বীকার আবার পরে বিশ্ব ব্যাংকের দূর্নীতির প্রমান দেয়া এবং সরকারের অস্বীকার সব মিলিয়ে জটিল ধাঁধায় এখন পদ্মা সেতু । সাধারন মানুষ এখন আর কোন কৈফিয়ত শুনতে চায় না তারা চায় যত শীঘ্রই সম্ভব মূল সেতুর কাজ যেন শুরু হয়। সরকার একেক সময় একেক কথা বলছে , সরকার কে বুঝতে হবে সাধারন মানুষ এখন আর আগের মত নেই তারা সব কিছুর খোঁজ খবর রাখেন তাই যেনতেন কোন কাজ করলে সরকার নিজের ফাঁদে নিজেই পড়ে যাবে। এই সরকারের উপর এমনিতেই সাধারন মানুষের যে প্রত্যাশা ছিল তা অনেকটাই ভেস্তে গেছে। সত্যিকার অর্থে সরকার কোন কিছুই ঠিক মত সামাল দিতে পারছে না তার উপর এখন রাজনীতি অস্থিরতা বিরাজ করছে যা ভবিষ্যতে কমবে বলে মনে হয় না তাই এখনই পদ্মা সেতু নিয়ে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সরকারকে অবশ্যই মনে রাখতে হবে পদ্মা সেতু হল এই সরকারের রক্ষা কবচ যদি সরকার এই সেতুর কাজ দ্রুত শুরু করতে পারে তাহলে সরকারের অনেক ব্যর্থতা ধুয়ে মুছে যাবে আর যদি পদ্মা সেতু নিয়ে টালবাহানা চলতে থাকে তাহলে এর চরম খেসারত দিতে হবে।

বিশ্ব ব্যাংক হউক আর মালয়েশিয়া হউক আর অন্য যে কোন দেশ হউক না কেন দেশের স্বার্থের কথা ভেবে এমন চুক্তি করতে হবে যাতে সত্যিকার অর্থে মূল পদ্মা সেতুর কাজ দ্রুত শুরু করা যায়। আমরা চাই এই সরকার দক্ষিণবঙ্গের প্রানের দাবী এই সেতুর কাজ শুরু করুক । যদি কোন ভাবে বিদেশী সাহায্যে না জোগাড় করা যায় সে ক্ষেত্রে আমাদের দেশী যত বিশেষজ্ঞ আছে তাদের সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈঠক করা এবং সবার সাথে পরামর্শ সাপেক্ষে দেশের জন্য মঙ্গল হয় সে সিদ্ধান্ত গ্রহন করা। আমরা সংগ্রাম করে স্বাধীনতা অজর্ন করেছি তাই আমাদের কোন কাজে ভয় পেলে চলবে না যদি কেউ সাহায্যে না করে তাহলে নিজেদের সমস্যার সমাধান নিজেদেরই করতে হবে। সৎ সাহস থাকলে আল্লাহ অবশ্যই সাহায্যে করবে তাই বিদেশী প্রভুদের দিকে না তাকিয়ে মহান আল্লাহর উপর ভরসা করে আমরা নিজেরাই আমাদের স্বপ্নের পদ্মা সেতু করতে পারব ইনশাল্লাহ ।