সাংবাদিকদের কেন টার্গেট করা হল?

মুহাম্মদ আজিজুর রহমান
Published : 27 May 2012, 10:58 AM
Updated : 27 May 2012, 10:58 AM

হঠাৎ করে সাংবাদিক নির্যাতন বেড়ে যাচ্ছে । প্রায় প্রতিদিনই সাংবাদিক ভাইদের লাঠিপেটা খেতে হচ্ছে অথবা ঘাতক কোন বাস বা ট্রাক সাংবাদিক ভাইদের প্রানটাই কেড়ে নিচ্ছে । গত কয়েক মাসে বাংলাদেশে এই রকম চিত্রই দেখা যাচ্ছে আর এর কোন প্রতিকার নেই। সাংবাদিকদের লাঠিপেটা , তাদের জীবন কেড়ে নেয়া , তাদের কে অপমান অপদস্ত করা এখন নিত্য নৈমত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি সাংবাদিক হবেন আমি কি উত্তর দেব জানি না তবে কিছুকাল আগে হলে হয়ত বলতাম কেন না , সাংবাদিক হল সমাজের দর্পন স্বরূপ । এখন কেন জানি কেউ আর সাংবাদিক হতে চায় না । বর্তমান বাংলাদেশে সাংবাদিক ভাইদের শুধু লাঠিপেটায় এখন আর হয় না কোন কোন ক্ষেত্রে জীবন পর্যন্ত দিতে হয়। পুলিশের লাঠি পেটা , রাজনীতিবিদদের হাত পা ভেঙ্গে দেয়া আর হুমকিধমকি সাংবাদিকদের জীবনের প্রধান সঙ্গী। বর্তমান সরকার হউক আর আগের সরকার হউক অথবা স্বৈরচারী সরকার হউক সাংবাদিক নির্যাতন হয়নি এমন কোন সময় খুজে বের করা যাবে না । দিন দিন নিযার্তনের মাত্রা শুধু বেড়েছে। সামনের দিনে হয়ত এই নিযার্তনের মাত্রা আরো বাড়বে।

সাংবাদিক ভাইদের সবিনয় অনুরোধ করছি দয়া করে এখনো সময় আছে আপনারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত না থেকে এক প্লাট ফর্মে আসুন। হয়ত এই অধমের কথা কেউ শুনবে না কারন আমাদের দেশে দলবাজি এমন একটা রোগে পরিনত হয়েছে যার থেকে সাংবাদিক ভায়েরা মুক্ত নয়। তাই সবাইকে এক মঞ্চে নিয়ে আসা খুব কঠিন তবে যদি তারা এই কাজটি করতে না পারে তাহলে এর খেসারত দিতে হবে। কিছু পেশা আছে যাদের অন্ধ দলবাজি মানায় না তাদের মধ্যে সাংবাদিক এবং শিক্ষক সমাজ অন্যতম তবে বাস্তবতা হল আমরা দুই সমাজের মধ্যেই অন্ধ দলবাজি দেখছি যা তাদের উন্নত চরিত্রকে শুধু অবনতই করছে না তাদের অপমান পর্যন্ত হতে হচ্ছে। তাই সবশেষে সাংবাদিক ভাইদের বলছি আপনি যখনই সত্য কথা বলবেন যখনই দেশের স্বার্থের কথা বলবেন যখনই অন্যায়ের বিরুদ্ধে আপনার কলম সাহসী হয়ে উঠবে তখনই যেই ক্ষমতায় থাকুক সে আপনাকে লাঠিপেটা করবে , আপনাকে অপমান করবে আপনার জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে । যেখানে সাংবাদিক নির্যাতন হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে সে কোন দলের বা কোন পক্ষের তা বিবেচনা করা ঠিক হবে না । ইস্পাত কঠিন ঐক্যই পারে সাংবাদিক সমাজকে বাচিয়ে রাখতে আর যতদিন মুক্ত সাংবাদিকতা থাকবে ততদিন বাংলাদেশ তার কক্ষপথ থেকে বিচ্যুতি হবে না ,তাই সাংবাদিক নির্যাতনকারী দেশ বিরোধী অশুভ শক্তির বিপক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে নিজেদের স্বর্থে এবং দেশের স্বার্থে।