শেয়ারের পর পদ্মা সেতুঃ চাঁদাবাজির নতুন ইস্যু…

মোস্তাফিজুর রহমান
Published : 18 July 2012, 03:32 AM
Updated : 18 July 2012, 03:32 AM

আমাদের প্রধানমন্ত্রী বিশ্ববাসীকে দেখিয়ে দিবে আমরাও পারি! আমরাই যেহেতু পারি, তাহলে শুরু থেকেই কেনো পারিনি??? কেনো বিশ্ব ব্যাঙ্কের কাছে ধার নেয়ার পাঁয়তারা করেছিলাম???
তিনি আবার দুইটা ব্যাঙ্ক একাউন্ট খুলেছেন।

একটাতে দেশী টাকা .
আর আরেকটাতে বিদেশী টাকা চাঁদা নিবেন বলে…।
আমি আর কি বলবো??? আমার ছোট মুখ… কিছু বললেই ছোট মুখ দিয়ে অনেক বড় কথা বের
হয়ে যায়.. তাই আমি কিছুই বলব না… শুধু অর্থমন্ত্রী আবুল মাল কি বলেছেন তা একটু বলি, তিনি বলেছেন, 'পদ্মা সেতু নিয়ে টাকা তোলাটা চাঁদাবাজী। যারা এই চাঁদাবাজী করছে তাদের পিটানো উচিত"। খবরে যখন তার এই ভিডিওটা দেখলাম তাকে অন্যদিনের থেকে একটু আলাদা মনে হলো… কিছুটা অপ্রস্তুত এবং বেশ ক্লান্ত…

সে যাই হোক আমরা সাধারণ জনগণ মুখ বুঁজে সহ্য করার জন্য তাদের ভোট দেই… আড়ালে কেউ টু পাইস কামাই করে আমরা তা দেখে না দেখার ভান করার জন্য তাদের ভোট দেই…
আশ্চর্য , আমরা সম্ভবত পৃথিবীর সবচাইতে মোটা চামড়ার জাতি…

(কাউকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে লিখিনি, বাস্তবতাটাই এইরকম ঠেকছে…)