মাজার সম্মন্ধে আকীদা

নিরাশা
Published : 15 August 2014, 11:12 AM
Updated : 15 August 2014, 11:12 AM

"মাজার" শব্দের অর্থ হল যিয়ারতের স্থান। সাধারন পরিভাষায় বুজুর্গদের কবর -যেখানে যিয়ারত করা হয় তাকে মাজার বলে। সাধারন ভাবে কবর যিয়ারত দ্বারা বেশ কিছু ফায়দা হয় যেমন কলব নরম হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, আখিরাতের চিন্তা বৃদ্ধি পায় ইত্যাদি। বিশেষ ভাবে বুজুর্গদের কবর যিয়ারত করলে তাদের রূহানী ফয়েযও লাভ হয়। মাজারের এতটুকু ফায়দা অনস্বীকার্য , কিন্তু এর অতিরক্ত সাধারণ মানুষ মাজার ও মাজার যিয়ারত সম্পর্কে এমন কিছু গলত ও ভ্রান্ত আকীদা রাখে, যা অনেকটা শিরক – এর পরযায় ভুক্ত, যেগুলো অবশ্যই পরিত্যাজ্য । যেমনঃ

মাজার সম্বন্ধে ভ্রান্ত আকীদা সমুহঃ

১, মাযারে গেলে বিপদ আপদ দূর হয়।
২, মাযারে গেলে আয়-উন্নতিতে বরকত হয়।
৩, মাযারে গেলে ব্যবসা-বাণিজ্য বেশি হয়।
৪, মাযারে সন্তান চাইলে সন্তান লাভ হয়।
৫, মাযারে গেলে মকসূদ হাসেল হয়।
৬,মাযারে মান্নত মানলে উদ্দেশ্য পূরণ হয়।
৭, মাযারে টাকা-পয়সা নজর-নিয়ায দিলে ফায়দা হয়।
৮, মাযারে ফুল, মোমবাতি, আগরবাতি ইত্যাদি দেয়াকে ছওয়াবের কাজ মনে করা ইত্যাদি।