জ্বালানি তেলের পর এবার যানজটের জন্য বাড়তে পারে গণপরিবহন ভাড়া

নিরাশা
Published : 1 Dec 2011, 07:05 PM
Updated : 1 Dec 2011, 07:05 PM

দফায় দফায় জ্বালানি তেল এর মূল্য বৃদ্ধির ভোগান্তি পোহাতে যখন সাধারন মানুষের নাভিশ্বাস বেড়ে গেছে তখন আরেক দফা ভাড়া বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করছি এমনিতেই এ বছর জালানি তেল এর দাম অতর্কিত ভাবে ৩ বার বৃদ্ধিতে বছরের শুরুতে যেখানে দশ টাকা হারে মহাখালী থেকে মিরপুর১ এ যেতাম তা বছর শেষে ১৮ টাকা হয়েছে আর যেখানে আগে ৩৫ মিনিটে যেতাম তা এখন পেরুতে কমপক্ষে ৫৫ মিনিট লাগছে খোঁজ নিয়ে জানলাম আগে যেখানে লেগুনা প্রতিদিন আপ ডাউন ২৪ থেকে ২৮ বার হতো তা এখন যানজট এর কারনে ১৪ থেকে ২০ এ নেমে এসেছে এমনটা জানতে পারলাম লেগুনার হেল্পার ও চালকের সাথে কথা বলে এই অবস্থা ঢাকা শহরের সব রুটে এমত অবস্থাই চালকদের অভিযোগ তাদের গাড়ির মালিকের জমা দিয়ে তেমন কিছুই নাকি থাকছেনা তাই নতুন বছরের শুরুতে যানজট এর অজুহাতে আরেক দফা ভাড়া বাড়তে পারে গনপরিবহনে। তাই আমার সকল বন্ধুদেরকে এ ব্যাপারে অবগত হওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি

[আর একটা কথা আমি নতুন এটাই আমার প্রথম লেখা তাই সবার কাছে আমি দোয়া কামনা করছি আমি আশা করছি আপনারা সিনিয়র লেখক ভাইয়ারা আমাকে গ্রহন করবেন।]