যমুনার পানি লাল হয় না কেন?

ভাদা
Published : 6 May 2012, 01:46 PM
Updated : 6 May 2012, 01:46 PM

ইতিহাসের পাতায় এসব লেখা থাকলেও মানুষের অন্তরেও এমন অনেক কিছু লেখা রয়েছে যা ইতিহাসের পাতায় স্থান পায়নি কিন্তু ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে আমার বাড়ি হওয়ায় সেখানে সংঘটিত আমার মা-বাবাসহ বড়দের কাছে শোনা মুক্তিযুদ্ধের সময়ের বেশ কিছু ঘটনা যা আমার বিবেককে ধ্বংস করে তার মধ্যে একটি হচ্ছে আমাদের এলাকার কৃতি সন্তান(!) ভাষা সৈনিক আব্দুল মতিনের কর্মকাণ্ড। তিনি আজ বাংলাদেশের সকল মহলের নিকট কমবেশি গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত। কিন্তু আমার এলাকার এমন কিছু লোক আছে যারা তাকে একজন নিষ্ঠুর খুনি ছাড়া আর কিছুই ভাবে না। মুক্তিযুদ্ধের সময় এই মতিন এলাকার এমন কিছু লোককে হত্যা করেছে যার এলাকার মাথা হিসেবে পরিচিত ছিল। যাদের তালিকা কেউ চাইতেই নিহতদের সন্তানদের নিকট থেকে পেতে পারে। তিনি ঐ সময় এমনভাবে খুন করতেন যে খুন করা যেন ডাল-ভাত। এলাকায় প্রচলিত আছে- তার খুনে সন্তুষ্ট না হয়ে তার স্ত্রী বলেছিল-" মতিন- তুমি কী খুন করছো! যমুনার পানি লাল হয় না কেন?