চোর ও গ্রাম্য মোড়ল

ভাদা
Published : 12 May 2012, 03:39 PM
Updated : 12 May 2012, 03:39 PM

সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এক প্রসিদ্ধ চোর ছিল। তার নাম ছিল- লবু চোরা। সে বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করতো এবং এলাকার ক্ষমতাশালীদের টুপাইস দিয়ে এলাকায় নির্মল থাকার চেষ্টা করতো।

তো একবার পাশের গ্রাম থেকে একটি গরু চুরির পর বিক্রির সময় ধরা পড়লো। এরপর এ নিয়ে এক গ্রাম্য বিচার আহবান করা হলো। বিচারের আগেই লবু তার কমিশনভোগী এক মহাক্ষমতাশালী মাতব্বরকে হাত করলো। এবং তার সাথে এই মর্মে চুক্তি করলো যে, এবারের চুরি করা গরু বিক্রির পুরো টাকাটাই তাকে দিয়ে দেওয়া হবে। বিনিময়ে সে লবুকে নির্দোষ প্রমাণ করবে।

তো কথা অনুযায়ী কাজ। বিচারের মজলিসে যখন একেক জন একেক ভাবে সাক্ষ্য দিচ্ছে যে, লবুর দ্বারা এরকম ঘটনা ঘটানো অবশ্যই সম্ভব। কেউ বলছে লবুর অভ্যেস আর গেলো না। কেউ বলছে লবু নিজ মুখে স্বীকার করলে তাকে এ যাত্রায় ক্ষমা করে দেওয়া যায়।

তখন সেই চুক্তিবদ্ধ মাতব্বরকে এবিষয়ে জিজ্ঞাসা করে নীতি নির্ধারণী মুলক মতামত চাইলে তিনি বলে উঠলেন-
"না, লবু যে, গরু চুর করবো- এ আমার বিচ্ছাস না।"

কি বুঝলেন?