বাংলাদেশের ডিজিটাল ’পালকি’!

নাসিরুদ্দীন
Published : 26 Oct 2011, 01:59 PM
Updated : 26 Oct 2011, 01:59 PM

বাংলাদেশ বিমানকে লাভজনক করার লক্ষ্যে সরকার বোয়িং এর কাছ থেকে যে অত্যাধুনিক বিমান ক্রয় করেছে তার নাম দেয়া হয়েছে "পালকি"।

আর এই নামটি দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। উনি যেখানে সবকিছু ডিজিটালাইজড করার কথা বলেন সেখানে এই নামটি কি সেকেলে হয়ে গেল না? সে যাই হোক আধুনিক হওয়ার মত সব সুযোগ সুবিধা আছে ৪১৯ আসনের এই বিমানটিতে। তবে কথা হল বিমানটি উড্ডয়নের আগে বিকল হয়ে পড়ে। পাঁচবার শিডিউল ঠিক করার পর একদিন পর তা উড়তে সক্ষম হয়। আমার প্রশ্ন হচছে শুরুতেই যার এই অবস্থা তা কি করে বাংলাদেশ বিমানকে লাভের মুখ দেখাবে? আর বাংলাদেশ থেকে যে টেকনিক্যাল কমিটি বা সংসদীয় কমিঠি গিয়েছিল পরীক্ষা নিরীক্ষা করতে তারাই বা কিসের ভিত্তিতে "অল রাইট" সার্টিফিকেট দিয়ে আসেন?