অভিনন্দন ওবামা!!!

নাসিরুদ্দীন
Published : 27 Oct 2011, 10:17 AM
Updated : 27 Oct 2011, 10:17 AM

অবাক হচ্ছেন ???? মুসলিম বিশ্বের সবাই যেখানে ওবামাকে ছিঃ ছিঃ করছে সেখানে আমি কেন তাকে অভিনন্দন জানাচ্ছি ? আসলে প্রায় সব খারাপ কাজের মধ্যে একটা অন্তত সামান্য ভালো উদ্যোগ যা পৃথিবীর মানুষের জন্য অনেক স্বস্তীর, দেখে তাকে অভিনন্দন না জানিয়ে পারলাম না। সম্প্রতি বারাক ওবামার পরমাণু নিরাপত্তা নীতির অংশ হিসেবে স্নায়ুযুদ্ধের সময় অস্র ভান্ডারে থাকা সবচেয়ে শক্তিশালী বি-৫৩ পরমাণু বোমা ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। বি-৫৩ নামে পরিচিত এই বোমাটির ওজন প্রায় ১০ হাজার পাউন্ড এবং এটি দেখতে অনেকটা একটা মিনি ভ্যানের সমান। ১৯৬২ সালে তৈরী এই বোমাটির প্রকৃত ক্ষমতা গোপন রাখা হলে ও ধারনা করা যায় ১৯৪৫ সালে হিরোশিমায় ফেলা পরমাণু বোমাটির চেয়ে ও শক্তিশালী। এই বোমাটি ধ্বংস করার মধ্য দিয়ে কি অনেকগুলো মানুষের জীবন নিশ্চিত রক্ষা পেল না ?যদি ও তাদের কাছে এরকম আর ও প্রচুর বোমা আছে এবং এখন ও তৈরী করছে।তবে এটাও হতে পারে যে তারা বোমাটি ধ্বংস না করে আমাদের "আই ওয়াশ" করে তাদের ছদ্মবেশী রুপটা দেখাতে চাচ্ছে যেহেতু আমেরিকা বলে কথা,তাদের কোন কথাতেই বিশ্বাস নেই।যদি বিষয়টা সত্যি হয়ে থাকে তবে আপনারাই বলুন ওবামা প্রশাসন কিছুটা হলে ও কি আমার এই অভিনন্দনের দাবিদার নয়?