কি আশ্চর্য ঘটনা!!! ১১•১১•১১

নাসিরুদ্দীন
Published : 10 Nov 2011, 11:06 AM
Updated : 10 Nov 2011, 11:06 AM

১১•১১•১১ তারিখের ১১-১১-১১টায় সময় এবং তারিখ একদম মিলে যাবে। এ রকম আশ্চর্য ঘটনা প্রতি ১০০ বছর পরপর একবার ঘটতে পারে। লন্ডনের বেটসি এবং কেটির জন্য দিনটা আরও মজার হতে পারে কারণ ঐ দিন তাদের ১১ তম জন্মদিন পালিত হবে। এবং ইতিমধ্যে তাদের একজন আংকেল তাদেরকে ১১টি ব্যাগ, গিফট হিসেবে পাঠিয়ে দিয়েছেন যার প্রতিটিতে আছে ১১টি গ্রেট গিফট। তারা সিদ্ধান্ত নিয়েছে ওই দিন তারা ১১ মিনিট স্ড়্গুলে থাকবে অর্থাৎ সমস্ত দিনটা ১১ সংখ্যার মধ্য দিয়ে কাটিয়ে দেবে।

১১-১১-১১ তারিখটি এবার উদযাপিত হবে শুক্রবারে। এই দিনটি অন্যান্য কারণেও সবার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে কারণ-

– ঐ দিন আর্মিস্টিক ডে যা সারাবিশ্বে পালিত হবে।
– যারা বিশ্বাস করে ১১ সংখ্যাটিতে আধ্যাত্মিক শক্তি আছে তাদের কাছে দিনটি বিশেষ কিছু।
– কিছু জ্যোতিষীর মতে ১১ তারিখই বিশ্ব ধ্বংস হবে।
– এই তারিখে একটি মুভি রিলিজ হচ্ছে – ১১•১১•১১

১১•১১•১১ তারিখটা আশ্চর্য হওয়ার কারণ এটিই একমাত্র সংখ্যা যা দুবার করে আসছে। যেহেতু ২২ তম মাস সম্্‌ভব না। যেহেতু ১ হচ্ছে একটি বাইনারী সংখ্যা সেহেতু ১১•১১•১১ এর একটি ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাও আছে যা অনেক মজাদার।

এই ৬টা ১ কে ৬টা ১ দিয়ে গুণ করলে অনেক মজার একটা সংখ্যাও পাওয়া যায়- ১১১১১১ * ১১১১১১ = ১২৩৪৫৬৫৪৩২১

তাহলে এই তারিখটি কি সত্যিই আশ্চর্যজনক নয়? আপনি আপনার প্রিয়জনকে নিয়ে ১১ সংখ্যার মধ্য দিয়েই এই দিনটি উদযাপন করার চেষ্টা করুন।