‘শাহরুখের মতো হতে চাই’- এশিয়া কাপ না জিতার পিছনের এক ভিলেন!

নাসিরুদ্দীন
Published : 24 March 2012, 01:31 PM
Updated : 24 March 2012, 01:31 PM

অফিস ছুটি নিয়েছিলাম।একটা বল ও ডট দেই নাই……..সারাটা ম্যাচ খেলি নাই শুধু দেখছি আর কি !!!!!! খেলা শেষ হওয়ার পর এক সেকেন্ডের জন্য ও টিভির সামনে বসি নাই, কোন দৈনিক পড়ি নাই, কাউকে এই ব্যাপারে কথা বলতে দেই নাই, সারাটা রাত ছটফট করে কাটিয়েছি। আজ লিখতে বসলাম শুধু একজনের কথা বলার জন্য। খেলা শুরু থেকে তার জন্য গা জ্বালা করছে আর এখন পর্যন্ত করতেছে……

তিনি আমাদের জাতীয় দলের ক্রিকেটার আর মডেল ও শাহরুখের মত হওয়ার স্বপ্নে বিভোর শাহাদাত।যে শেষ ওভারে ১৯ রান দিয়া দেশটারে ডুবাইছে।যেখানে সারাটা ম্যাচে সর্বোচ্চ রান এসেছ ১০-১২ সেখানে উনি শেষ ওভারে নো বল সহ ১৯ দিছেন অথচ শেষ বলে একটা চার মারার ক্ষমতা নাই উনার। তাহলে উনি নায়ক হবেন কিভাবে ?

অনেকে বলতে পারেন ফাইনালটাতো অনেক বড় পাওয়া আর সবাইতো যথাসাধ্য চেষ্টা করছে………..অন্য কোন প্লেয়ারের প্রতি আমার ও ক্ষোভ নাই।আমি কেন তাকে বিলেন বলছি অনেক আগে প্রথম আলোতে প্রকাশিত হওয়া নিচের সাক্ষাৎকারটা পড়ুন…………

যে প্লেয়ারের চিন্তা চেতনা এরকম আপনারাই বলুন তার এই পারফরমেন্সে তখন আপনি কি বলবেন…………..