জাবিতে সুন্দরবনের পক্ষে ক্যাম্পেইন

নাজমুল হক জেনিথ
Published : 5 August 2011, 09:42 AM
Updated : 5 August 2011, 09:42 AM

'এগিয়ে চলো সুন্দরবন, এগিয়ে চলো বাংলাদেশ' শ্লোগানকে ধারন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দিতে ক্যাম্পেইন এবং বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভ্রমণ বিষয়ক সংগঠন 'এক্সপ্লোরার্স' এর আয়োজনে গত বুধবার এবং বৃহসপতিবার ৩ ও ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নতুন কলার সামনে মহুয়া তলায় আয়োজিত এ ক্যাম্পেইনে বিশ্ববিদ্যালয়ের ২০০০ শিক্ষার্থী সুন্দরবনরকে বিশ্বের সপ্তাচার্যের সেরা সাতে রাখতে তাদের ভোট প্রয়োগ করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে প্রায় ২৫০টি বৃক্ষরোপণ করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন এক্সপ্লোরার্স-এর সাবেক সভাপতি মোর্শেদ হাসান সিজার, নূরজাহান মুনমুন, আমিনুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি পলাশ মাহমুদ, সাধারণ সম্পাদক সাঈদ জুনায়েদ প্রমুখ। উল্লেখ্য জাবি ক্যাম্পাসের 'এক্সপ্লোরাস' সংগঠনটি বিভিন্ন স্থানে ভ্রমণের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাইরে বিভিন্ন সময় সেমিনার, প্রদর্শনী, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত করে আসছে।