জাবি ইংরেজী বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুরু

নাজমুজ্জামান নোমান
Published : 13 May 2011, 02:50 PM
Updated : 13 May 2011, 02:50 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের উদ্যোগে'থিংকিং আদারওয়াইজ উইথ ইন ইংলিশ স্টাডিজ' শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন আজ শুক্রবার শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক শরীফ এনামুল কবির । বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্য বলেন, বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার মান ধরে রাখতে পারছেনা। অবশ্যই তাদের উচ্চশিক্ষার মান ও আদর্শ নিশ্চিত করতে হবে। সার্টিফিকেটের চেয়ে উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রন করা জরুরী। সম্মেলনে অস্ট্রেলিয়া, আমেরিকা, ভারত, নেপাল এবং বাংলাদেশের ২০০ জন অংশগ্রহন করছেন এবং এতে ইংরেজী বিষয়ের উপর ৭৫টি গবেষনা পত্র উপস্থাপিত হবে। এছাড়া আগামী ১৫ ও ১৬ মে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ড.শর্মিলা সেনের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে আহ্বায়কের দায়িত্ব পালন করছেন বিভাগীয় শিক্ষক ড.সামসাদ মর্তুজা। বিভাগীয় সভাপতি মাসরুর শহীদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।