জাবিতে ৩৪তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব শুরু

নাজমুজ্জামান নোমান
Published : 26 May 2011, 05:03 AM
Updated : 26 May 2011, 05:03 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সমাপনী উৎসব (র‌্যাগ-৩৪) উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিশ্ববিদ্যালয়ের ৩৪ ব্যাচের শিক্ষার্থীরা। সকাল পৌনে বারোটায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে শোভাযাত্রার উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো: ফরহাদ হোসেন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আরজু মিয়া। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিন করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে শেষ হয়।

এ সময় উপাচার্য বলেন, আমরা এখন থেকে ৩৩ বছর আগে র‌্যাগ অনুষ্ঠান করেছিলাম। তখন র‌্যাগ রাজা ছিল না, ছিল র‌্যাগ মাস্টার। আমরা র‌্যাগ র‌্যালি করেছিলাম একটি হাতি দিয়ে আর এখন দুটি হাতি পাঁচটি ঘোড়া গাড়ি দিয়ে র‌্যাগ অনুষ্ঠান করা হচ্ছে। তিনি ৩৪ তম ব্যাচে র‌্যাগারদের সুন্দর এবং সফল জীবন কামনা করেন। ছয় দিন ব্যাপী উৎসবের প্রথম দিন আজ সন্ধায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফায়ার ক্যাম্প। প্রাণ গ্রুপের পাওয়ার এনার্জি ড্রিংকস সহায়তায় করছে এ উৎসবে।