জনপ্রিয়তা যখন মূল শক্তিঃ প্রসঙ্গ ফেইসবুক

নাজমুজ্জামান নোমান
Published : 7 June 2011, 02:25 AM
Updated : 7 June 2011, 02:25 AM

জুকারবার্গ সাহেবের বাঁশ খাওয়ার দিন মনে হয় ঘনাইয়া আসিতেছে। যে "cool features আর simplicity"র জোরে ফেইসবুক আর সব সামাজিক যোগাযোগ সাইটের সাথে পাল্লা দিয়ে সবার পপুলারিটি'র শীর্ষে উঠে এলো,সময়ের পরিবর্তনে সেই অনন্য বৈশিষ্ট্য গুলোই হারাতে বসেছে ফেইসবুক। এতো বড় বড় বিজ্ঞাপন,ফালতু সব ইমোটিকন,স্মাইলি;নতুন মেসেজিং সিস্টেম,প্রোফাইল……..যে গুলো অনেকের কাছেই বিরক্তিকর ঠেকে। মাই স্পেস এর মত শক্তিশালী সাইট গুলোও সার্বজনীন হতে পারেনি যে সমস্যার জন্য,ফেইসবুক প্রথম থেকেই সেই বিষয়টি পুঁজি করে এগিয়ে যায় সবার চেয়ে। অথচ জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে ফেইসবুক'ও পরিবর্তিত হচ্ছে প্রতিনিয়ত। এই পরিবর্তনটা যখন মানুষের কাছে পরিপুর্ণ গ্রহনযোগ্যতা না পায়,তখন তা নিশ্চয় কাম্য নয়।