দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড!

নাজমুজ্জামান নোমান
Published : 14 August 2011, 09:52 AM
Updated : 14 August 2011, 09:52 AM

বিগত কিছু দিনের পত্রিকার শিরোনাম নিচে তুলে ধরা হলো………

জুলাই ২ : চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ৫
জুলাই ৩: নিখোঁজ ২ জনের জোড়া লাশ উদ্ধার
জুলাই ৭: শীতলক্ষ্যায় লঞ্চ , ৮ টি লাশ উদ্ধার
জুলাই ৮: সাগরে নিখোঁজ কর্মকর্তার সন্ধান মেলেনি
জুলাই ১২: ৪১ স্কুল ছাত্রদের মর্মান্তিক মৃত্যু
জুলাই ১৫: ভাসে লাশ ,ডুবে মানবতা – ২ জনের লাশ উদ্ধার নদীতে
জুলাই ১৯: প্রাণ গেল ৬ ছাত্র
পুকুরে ২ শিশু সন্তানসহ অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ
জুলাই ২২: লিফট ছিঁড়ে পড়ে ৪ শ্রমিক নিহত
জুলাই ২৩: ছিনতাইকারীর হ্যাচ্‌কা টান ,ট্রেন থেকে প্রাণ গেল বৃদ্ধার
জুলাই ২৬: স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে স্বামী খুন
জুলাই ২৯: বাস ট্রাক সংঘর্ষে নিহত ২৬
জুলাই ৩০: সাগরে ডুবে শিল্পী আবিদসহ দুজনের মর্মান্তিক মৃত্যু
অগাষ্ট ৬: বাবা , দুই চাচার পর ১২ বছরের শিশু জবাই
অগাষ্ট ৮: ১৬ বছরের কিশোর মিলনসহ ডাকাত সন্দেহে পৃথক স্থানে ৬ জনকে পিটিয়ে হত্যা
অগাষ্ট ৯: দয়াগঞ্জ থেকে ৩ জনে ধরে নিল একদল সশস্ত্র লোক। লাশ মিলল গাজীপুর ও মুন্সীগঞ্জে
অগাষ্ট ১৩: উত্তরায় র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত ৫
অগাষ্ট ১৪ : সড়ক দূর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীর সহ ৫ জনের মৃত্যু

গত এক মাস ১৪ দিনের শিরোনাম এগুলো । মৃত্যু সংখার যোগফল ১২২ টি তরতাজা প্রাণ । শব্দটা 'মৃত্যু' বলবো নাকি হত্যা ঠিক বুঝতে পারছি না। ১২২ টির মাঝে ৮০ টি হত্যাই পরিবহন দুর্ঘটনার কারণে । গত কাল শনিবার রাতের শিকার তারেক মাসুদ , মিশুক মুনীরের মত বরেণ্য আর অগ্র পথিকদের । আসলেই এ তো রীতিমত হত্যাযজ্ঞ ! এই জাতীয় হত্যাযজ্ঞ ছোট-বড় ,ঞ্জানী-গুনী ,নির্দোষ-অপরাধী কাউকেই বাছ-বিচার করে না। প্রিয় -অপ্রিয় কিছুই বুঝে না সে । এই হত্যাযজ্ঞ বুঝে না , সে শুধু মানুষটাকেই হত্যা করছে না , হত্যা করা হচ্ছে এক একটি পরিবারকে , তিলে তিলে হত্যা করা হচ্ছে সমগ্র জাতিকে ।

আসলেই কি করব আমরা ? 'শোক করব,নাকি প্রতিবাদ জানাব !!'
বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার কি হবে আর। কিছুই বুঝে উঠতে পারছি না।