দেশের মানুষ সচেতন নাকি ভীত???

নাজমুজ্জামান নোমান
Published : 29 August 2011, 06:15 AM
Updated : 29 August 2011, 06:15 AM

বিগত বছরগুলোতে আমরা দেখেছি বাস, ট্রেন, লঞ্চ এমনকি ট্রাকে করেও মানুষ তাদের নিজ নিজ গন্তব্যে গিয়েছে। কিন্তু এবার তার ব্যতিক্রম। কারনটা তারেক -মিশুকের সড়ক দূর্ঘটনায় নিহত। তাই দেখা যাচ্ছে লঞ্চ কিংবা ট্রেনে ভীড় হলেও বাসে মোটে যানজট নেই। সাথে নেই কোন যাত্রীদের আগ্রহ।
এছাড়া আরেকটি কারন হলো লঞ্চ পানি পথ ও ট্রেনের স্পেশাল পথ থাকাতে নেই কোন বাড়তি ভীড়। ফলে সবাই এই দুটি পথকেই বেছে নিয়েছে।
এছাড়া প্রতি বছরের আগায় গোড়ায় নৌ পথে ও ট্রেনে দূর্ঘটনা দেখা গেলেও সড়ক পথে তা হয় প্রতিনিয়ত।
যদিও পথগুলোতে এখনো গর্ত রয়েছে ম্যানহোলের মত।
তাই ভাবছি মানুষ কি সচেতন নাকি ভীত????