যোগাযোগ মন্ত্রী তার কাজে সন্তুষ্ট হন কিভাবে?

নাজমুজ্জামান নোমান
Published : 3 Sept 2011, 05:56 PM
Updated : 3 Sept 2011, 05:56 PM

বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর অনেক লোক মৃত্যুবরণ করছে। এই দুর্ঘটনা আমাদেরকে যতটা না তাড়িয়ে বেড়াতো তার চেয়ে বেশী গুরুত্ব পেয়েছে তারেক মাসুদ ও মিশুক মুনিরের নিহত হওয়া। যার সম্পূর্ণ দোষটা যোগাযোগ মন্ত্রী ও নৌ মন্ত্রীর ঘাড়ে এসেছে। বাস্তবেও তাই মনে হয়েছে। ভুয়া লাইসেন্স আর রাস্তা ঘাটের গর্ত দেখে আমরা তা বিশ্বাস করেছি। এর পর কয়েক দফায় বিভিন্ন মিডিয়া ও শহীদ মিনারে ঈদ উদযাপনের পরেও তা বর্তমান সরকারের দৃষ্টিতে পড়েনি।

আজ আবার উইকিলিকস এর বেশ কিছু তথ্য দেখে আশ্চর্য হই। সাথে সাথে যোগাযোগ মন্ত্রীর সড়ক ব্যবস্থার উন্নয়ন চিত্র নিয়ে স্ব-ঘোষিত বক্তব্য শুনে বেশ লজ্জা পেয়েছি। কি করে একজন মন্ত্রী দায়িত্বে অবহেলার পরেও এমন বক্তব্য দিতে পারেন। তাদের চোখে কালো চশমা দেয়া উচিত।

গত কালকে ১০ আজকে ১১ জন সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে মৃত্যুবরণ করেছেন। তাহলে সড়ক ব্যবস্থার কি উন্নয়ন হয়েছে বলে আমরা ভেবে নিব????