আমার ঘৃণার সকল শাণানো তীর কালো রাত্রির বুক ভেদ করে ছুটে যাক…

নীললোহিত
Published : 30 April 2011, 10:53 AM
Updated : 30 April 2011, 10:53 AM

বিডিনিউজব্লগে যুদ্ধাপরাধ নিয়ে লেখা পুস্পিতার পুস্পিত অপলাপগুলো পড়তে পড়তে মনে হচ্ছিলো- স্বাধীনতাযুদ্ধে এদেশের অসংখ্য নাম না জানা শহীদদের আর কতভাবে আমরা অপমান করবো! পুস্পিতার সেসময় জন্ম হয়েছিল কিনা জানিনা! কিন্তু চোখ বুঁজে একবার যদি কেউ ভাবেন সেই রক্তক্ষয়ী স্বাধীনতাযুদ্ধের সময়ে; সেই দীর্ঘ নয় মাসেরও অধিক সময়ে এদেশের অসহায় অগণন নারী-শিশু-বৃদ্ধাদের কথা,তাদের প্রতি হানাদার পাক বাহিনী আর তাদের সহযোগীদের আচরিত ঘৃণ্য, রোমহর্ষক গণহত্যার কথা … যুদ্ধাপরাধের বিচার প্রশ্নে সবারই অন্তত একথা স্বীকার করা উচিৎ- বাংলাদেশে ৭১ সালের যাবতীয় গণহত্যা সহ সকল যুদ্ধাপরাধের জন্য দায়ী পাকিস্তানি এবং তাদের এদেশীয় সহযোগী নরপশুদের বিচারহীনতাই আজ পুস্পিতাদের কথা বাড়ানোর সুযোগ করে দিয়েছে।

যুদ্ধাপরাধের বিচার প্রশ্নে পুস্পিতার ভিন্নমত থাকতেই পারে কিন্তু একটি বিষয় পুস্পিতা লুকোতে চেয়েও লুকোতে পারেন নি, যেমনটি হিতোপদেশের সেই নীলরঙের সেই শেয়ালটি পারেনি … তার গায়ের আসল রংটি। এভাবে অনেকেই আলোচনায় আসতে পছন্দ করেন। আমার এই লেখাটি আসলে প্রতিক্রিয়াই বটে, অবশ্য তার চেয়ে বেশি ঘৃণা প্রকাশের। আমি ৭১এর সকল যুদ্ধাপরাধী এবং তাদের তৎকালীন এবং আজকের সহযোগীদের প্রতি ঘৃণা প্রকাশ করছি।