বিনিয়োগকারীরা কোথায় যাবে!

মোঃ সোলায়মান ইসলাম নিলয়
Published : 29 Jan 2012, 04:25 PM
Updated : 29 Jan 2012, 04:25 PM

দিন শেষে 303 পয়েন্ট সূচক কমে সাধারণ সূচক দাড়িয়েসে 4183 পয়েন্ট। জানি না এই বাজারের অবস্থা কোথায় গিয়া দাঁড়াবে। বর্তমান আর্থিক প্রতিষ্ঠান বিশেষ করে বাণিজ্যিক ব্যাঙ্কগুলো তারল্য সংকট এ আছে। ব্যাঙ্ক এর Deposit Rate 14 – 14.5 Percent করছে। যা বিনিয়োগেকারিদের ব্যাঙ্ক মুখে করবে। বিশ্লেষকদের মতে আস্থাহীনটা থেকে এ বাজার অস্থিরতা। শুধু আইন, প্রজ্ঞাপন ও প্রণোদনা দিয়ে এ বাজার আস্তা আনা যাবে না। দ্রুত দরকার প্রণোদনা ঘোষণা।

নতুন মুদ্রা নীতি ঘোষণা ও বাজার পতন এর কারণ হতে পারে । এ নীতি বাজার এর অনুকূল এ কোনও কার্যকারিতা নাই।

পুঁজি বাজার এ বিনিয়োগ করেছে সরকারি সাড়ে তিন লক্ষ কর্মকর্তা, কর্মচারী ছাড়াও ছাত্র, শিক্ষক, অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারী, বেকার যুবক-যুবতী, গৃহিনী বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, সর্বোচ্চ পর্যায় থেকে সর্বো নিম্ম।

বিশ্লেষকদের মতে প্রণোদনা দিয়ে এ বাজার আস্তা আনা যাবে না। বাক্তি পর্যায় এ উদ্যোগটাদের মাঝ এ ও বড় বিনিয়োগেকারি আছে। আইন, প্রজ্ঞাপন থাকায় এই উদ্যোগটাদের শেয়ার কিনতে হবে। বাজার পতন এ তাদের ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।