ফিরিয়া দাও অরন্য, লও হে নগর

মোঃ সোলায়মান ইসলাম নিলয়
Published : 6 Feb 2012, 09:20 AM
Updated : 6 Feb 2012, 09:20 AM

নাগরিক জীবনে, নগরে হাতী, গত কাল বিকাল ৪.00 ঘটিকায় একটি হাতী দেখা গেল মিরপুর ১০ নম্বর গোল চত্তরে । মিরপুর ১২ নম্বর সেক্শন থেকে আসা হাতিটি রাস্তা পার হয়ে শাহ আলী মার্কেট এর পিছনের দোকানগুলির দিকে অগ্রসর হয়। এ সময় হাতিটি সুড় দিয়ে বিভিন্ন দোকানের সামনে গিয়ে তার শারীরিক কসরত দেখাতে থাকে। দোকানিরাও বেশ আগ্রহের সাথে টাকা পয়সা, খাবার খেতে দেয় হাতিটিকে। মজার বিষয় হল হাতিটি ২ টাকা ৫ টাকা দিলে গ্রহণ করে না। তাকে কমপক্ষে ১০ টাকার নোট দিতে হয় । পর্যবেক্ষণের পর বুজতে পারলাম হাতির উপরের মাহুত তার পা দিয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হাতিটির কানে যে ভাবে ইশারা করে হাতিটি টা পালন করে। ওই সময় রাস্তায় বেশ ভিড় জমে যায়। উৎসুক জনতা বিষয়টি বেশ উপভোগ করে।