বাড়ি ভাড়া বৃদ্ধিতে সাধারন মানুষ অতিষ্ট

নিসুতি
Published : 26 Jan 2012, 09:54 AM
Updated : 26 Jan 2012, 09:54 AM

বাড়িওয়ালাদের অত্যাচারে অতিষ্ট সাধারন মানুষ। একটি প্রাইভেট কম্পানির Executive Office মি.হাসান মাসিক বেতন পান ১৭০০০। সংসারে বৃদ্ব বাবা, মা, স্ত্রী এবং নবাগত সন্তান. মে ২০১১ইং তারিখে পতেঙ্গা সিবিচ রোডে ২ রুমের একটি বাসা ভাড়া নিয়েছেন ৪৮০০ টাকায়। ডিসেম্বরে বাড়িওয়ালা বলে দিয়েছে জানুয়ারি থেকে ৭০০০ টাকা দিতে হবে। এ নিয়ে হাসান প্রতিবাদ করতে গেলে তাকে বাসা ছেড়ে দিতে বলেন। কিন্ত মি. হাসানের পক্ষে এত টাকা দেয়া সম্ভব নয়.এ বৎসর তার বেতন বৃদ্ধি হয়েছে ২০০০ টাকা। এক দিকে লাগামহীন বাড়তি দ্রব্যমূল্য, অন্যদিকে বাড়িওয়ালাদের অযৌক্তিক বার বার বাড়ি ভাড়া বৃদ্ধিতে সাধারন মানুষ অতিষ্ট।