বিসিএস পরীক্ষা বনাম মাস্টার্স পরীক্ষা

মনজুর মোরশেদ
Published : 26 July 2015, 05:12 PM
Updated : 26 July 2015, 05:12 PM

পিএসসি আজ ৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন ঘোষণা করেছে। 

৩ আগস্ট সকাল ১০টা-দুপুর ১ টা (৩ঘন্টা) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, এবং বিকাল ২ টা থেকে ৫টা পর্যন্ত আন্তর্জাতিক বিষয়াবলী পরীক্ষা। 

দেখা গেল, কই তারিখে (৩ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা মাস্টার্স পরীক্ষা রয়েছে। 

প্রশ্ন হল, কীভাবে একজন পরীক্ষার্থী এই দুই পরীক্ষার মধ্যে সমন্বয় করবে? তাও আবার, সকাল বিকাল দুই সময়ে বিসিএস পরীক্ষা !!! 

তাহলে কি , এবার যে বিসিএস দিবে সে মাস্টার্স দিতে পারবে না? কিংবা যে মাস্টার্স দিবে সে বিসিএস দিতে পারবে না?

এটা কি ইচ্ছাকৃত নাকি সমন্বয়হীনতা?