বিনোদন নাকি অশ্লীলতা!!

আহমেদ নুর
Published : 17 Dec 2012, 07:51 PM
Updated : 17 Dec 2012, 07:51 PM

আজকাল সংবাদপত্রগুলোর বিনোদন পাতা অশ্লীল সংবাদ এবং ছবিতে ভরপুর। এক্ষেত্রে অনলাইন সংবাদপত্রগুলো একটু বেশিই এগিয়ে। পত্রিকা খুললেই দেখা যায় বিনোদনের নামে পর্ণ তারকাদের সংবাদ আর খোলামেলা ছবি। মূলত সংবাদপত্রগুলো এসব সংবাদ কি উদ্দেশ্যে ছাপায় তা সহজে অনুমেয়। তবে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল, সংবাদের সাথে ঐসব পর্ণ তারকাদের নির্মিত ছবির নাম উল্লেখ করা এবং তাদের নির্মিত পর্ণ ছবিগুলো কোথায় পাওয়া যায় তা উল্লেখ করা। আর যে কারণে আমাদের তরুন-তরুনীরা ঐসব সংবাদ পড়ে অতি উৎসাহী হয়ে মোবাইল প্রযুক্তির কল্যাণে অতি সহজে ঐসব পর্ণ ছবি সংগ্রহ করছে এবং মোবাইল প্রযুক্তির অপার কল্যাণে তা ছড়িয়ে পরছে এক হাত থেকে অন্য হাতে। আর এভাবেই ধ্বংস হচ্ছে আমাদের মেধাবী সন্তানদের মূল্যবান মেধা। প্রকৃতপক্ষে এইসব পর্ণ সংবাদ পর্নোগ্রাফিক উৎসাহিত করছে। সামাজিক অবক্ষয় রোধে যাদের বলিষ্ঠ ভূমিকা রাখার কথা, তারাই অবক্ষয়ের পথকে প্রসারিত করছে। সুতরাং সামাজিক দায়বদ্ধতা থেকেই সংবাদপত্রগুলোর উচিত বিনোদনের নামে পর্ণ সংবাদ, পর্ণ তারকাদের সংবাদ, পর্ণ তারকাদের ছবি সম্পর্কিত সংবাদ না ছাপানো। কারণ এসব সংবাদ থেকে দেশ, জাতি, সমাজের মানুষের শেখার বা জানার কিছু থাকতে পারেনা। তাই এখন ই সময় ভেবে দেখার, আমরা কি চাই, কি আমাদের দায়িত্ব ও করণীয়।