হায়রে পুলিশ!!

আহমেদ নুর
Published : 22 April 2012, 10:40 AM
Updated : 22 April 2012, 10:40 AM

পুলিশ একটি ইংরেজি শব্দ এটা আমরা সকলেই কমবেশী জানি। police শব্দের ব্যাখ্যা করলে হয়,
P = polite
O = Obedient
L = Loyal
I = Intelligent
C = Courageous
E = Energetic

উপরের সবগুলো গুণে গুনান্নিত যে সত্তা তাহাই পুলিশ। কিন্তু দু:খের বিষয় এই গুনগুলির একটিও আমাদের পুলিশদের মধ্যে খুজে পাওয়া যায় না। উপরের গুন গুলির যদি একটিও আমাদের পুলিশদের মধ্যে থাকতো তাহলে আমরা তাদেরকে আমাদের মাথায় করে রাখতাম। একটি বাস্তব ঘটনা বলছি। আমি সেদিন শ্রাবণ গাড়িতে মদনপুর হতে চিটাগং রোড যাচ্ছিলাম। কন্ট্রাক্টর ভাড়া তুলছে। দুজন ভদ্রলোক পাশাপাশি সিটে বসে আছে। কন্ট্রাক্টর ভারা চাওয়া মাত্র দুজনেই বলে উঠল আমরা পুলিশ (তারা সাধারন পোশাক পরা ছিল)। তাদের একজন সামনের সিটে বসেছিল। অর্থ্যাত তারা মোট তিন জন ছিল। কন্ট্রাক্টর বলল, ভাই একজন ফ্রি যান, দুই জনের ভারা দেন। তারা বলল একজনেরও ভারা পাবি না। আমি বিষয়টা দেখে আর চুপ থাকতে পারলাম না। তখন আমি বললাম, পুলিশ হয়েছেন তো কি হয়েছে? ভারা দেবেন না কেন? সরকার কি আপনাদের বেতন দেয় না, নাকি আপনারা মাগনা চাকরি করেন? আপনারা প্রশাসনের লোক হয়ে যদি এরকম কথা বলেন, তাহলে সাধারণ জনগণ আপনাদের থেকে কি শিক্ষা গ্রহণ করবে? তখন এই কথা শুনেতো তারা রেগে আগুন, পারলে আমার গায়ে হাত তোলে। তারা বলল, আমরা যদি ফ্রি যাই তাতে আপনার অসুবিধা কি? তারা এও ফিসফিস করে বলছিল যে গাড়ী থেকে নেমে আমাকে সাইজ করবে। আমি বিষয়টা বুঝতে পেরে চিটাগংরোডে না নেমে একটু সামনে গিয়ে নামলাম। ভাগ্যিস বুদ্ধির জোরে সেদিন বেচে গিয়েছিলাম। না হলে হয়তো পুলিশ নামক গুণ্ডাদের মার গুলি আমাকে হজম করতে হতো।

এখানে একটি বিষয় লক্ষনীয় তা হলো, পুলিশগণ সাধারন পোশাকে ছিল বলে গাড়ির কন্ট্রাক্টর ভারা চাওয়ার সাহস পেয়েছিল। যদি তারা পুলিশের পোশাক পড়া থাকতো তাহলে হয়তো কন্ট্রাক্টর ভারা চাওয়ারই সাহস পেত না। এবং আমরা এও লক্ষ করি পুলিশের পোশাক পড়ে যারা গাড়ীতে চড়েন তাদের বেশীরভাগই ভাড়া না দিয়ে যাতায়াত করেন। তারা তাদের গায়ের পোশাকটি দেখিয়ে যে ফায়দা লুটছে তাতে করে তাদের সম্মান বৃদ্ধি পাচ্ছে না বরং কমছে। আমাদের পুলিশমভাইদের কাছে অনুরোধ গাড়িতে ফ্রি যাওয়ার অভ্যাস বন্ধ করুন । নিজেদের সম্মান এভাবে ধুলায় লুটিয়ে দেবেন না। আপনারা আমাদের গর্ব। আপনারাই পারেন এদেশকে সন্ত্রাসমুক্ত শান্তিময় দেশ হিসেবে বিশ্বদরবারে পরিচয় করিয়ে দিতে।