মা, আমি সাংবাদিক হবো না

আহমেদ নুর
Published : 29 May 2012, 12:46 PM
Updated : 29 May 2012, 12:46 PM

প্রত্যেক মানুষই তার বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে চায়। কখনও কখনও নিজের একান্ত স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে মা-বাবার স্বপ্নকে পুরন করার চেষ্টা করে। কারণ সে পৃথিবীতে মা-বাবাকেই সবচেয়ে বেশী ভালবাসে। কখনও কখনও সে নিজের জীবনকে বাজী রাখে শুধু মাত্র বাবা-মায়ের স্বপ্নকে স্বার্থক করার জন্য। মা বলেছিল তুই সাংবাদিক হবি। তাহলে আমি গর্ব করে বলতে পারব আমি একজন মহান সাংবাদিকের মা। কিন্তু আজ আমি মাকে বলতে চাই, মা আমি সাংবাদিক হতে চাই না। কারণ আমি যদি সাংবাদিক হই তাহলে তুমি হয়তো তোমার প্রিয় সন্তানের হাসিমাখা মুখ খানি আর কখনও দেখতে পাবে না। হয়তো আমার লাশকে তোমার নিজ হাতে গোসল করিয়ে শেষ বিদায় দিতে হবে। তুমি কি পারবে সেই কষ্ট সহ্য করতে? মা আমি সাংবাদিক হবো না, কারণ আমি তোমাকে অনেক অনেক বেশী ভালবাসি, আর আমি এও জানি আমি তোমাকে যতটা ভালবাসি তুমি আমাকে তার চাইতে অধিক বেশী ভালবাস।