সকল সুখ-দুঃখ সুদ্ধো বিদায় ২০১২, এসো হে জয়ের ধারায় ২০১৩

নুরুন্নাহার শিরীন
Published : 31 Dec 2012, 05:44 AM
Updated : 31 Dec 2012, 05:44 AM

অনেক আনন্দ-বেদনাময় ২০১২ সাল কাটলো জগতবাসির। ডিসেম্বর মাসটি বাংলাদেশের বিজয়মাস। আবার বড়দিন-এর উতসবমুখর বিশ্ব কাটালো বর্ণিল ২৫ ডিসেম্বরে শুভেচ্ছাময় একটি সুন্দর দিন। তার-ই রেশ ধরেই একটি বছর শেষে নতুন আরেক বছর শুরুর লগ্নটি এসে গেলোই আবার এ বিশ্বলোকে। তাকে স্বাগত জানাই। বলি যে –

২০১২ সালের সুখ-দুঃখ-জঞ্জাল-জীর্ণতা ঘুচিয়ে আসুক নতুন বছর ২০১৩ সাল। সে যেন সকল দীনতা-হীনতা-বিদ্বেষবিষ বিনাশি শক্তিতে এক উজ্জ্বলতম অধ্যায়ের সূচনা রচে জগতে। সে যেন দূষণমুক্ত সবুজ বাতাসের সতেজ গন্ধে বিশ্বলোকের সামাজিক আকাশে নতুন আশ্বাসযুক্ত হাত বাড়ায় সুন্দরের বিকাশ সাধনের সুন্দরতম ব্রতে। মানুষের সার্বিক মঙ্গল সাধনে ব্রতী হতেই উদ্বুদ্ধ যেন সে করে হৃদয়কে। হৃদয় যেন অপর আর্তনাদে ব্যাথিত হয়। একের সুখ অন্যতে শেয়ার করতে দ্বিধানিত না হয় যেন মানুষ। দুঃখদিন সবাই ভাগ করতে এগিয়ে আসুক। পড়শির দুঃসময়ের অংশী হতে পারুক প্রতিটি মানুষ। পারস্পরিক শ্রদ্ধাবোধ বিনষ্ট না হোক অশ্রদ্ধা প্রদর্শনের বিকট প্রতযোগীতায়। অযথা অন্যায়ের মারদাঙ্গায় বিপর্যস্ত না হোক সুন্দর পৃথিবী। সকল ধর্মের মানুষরা অসাম্প্রদায়িক চেতনায় বন্ধুসুলভ সহধর্মে বসত করুক – বিশ্বকবির সঙ্গীতের মতোন –

"আনন্দলোকে মঙ্গলালোকে
বিরাজ সত্য সুন্দর"

২০১২ সালের বিদায়লগ্নে আসন্ন ২০১৩-র জন্য এইটুকুই চাওয়া আমার। সৃষ্টিকর্তা নিশ্চয় এইটুকু চাওয়া পূরণ করতে অপারগ হবেন এমন ভাবতে চাইছিনা। অন্তর হতেই চাইছি তিনি সবার জন্য সুন্দর একটি বছর উপহার দেবেন। জগতলোক আলোয় ভরে দেবেন। মানুষের অন্তর হতে বিদ্বেষবিষ বিদায় নেবে। পৃথিবী হবে সবার বাসযোগ্য সুন্দরতম বিশ্ব।

এবঙ প্রিয় বাংলাদেশ? সেও নিশ্চয় জয়ী হবেই তার সকল জীর্ণতা-জঞ্জাল-দীনতা-হীনতামুক্ত এক নতুন অঙ্গীকারে। পুরনো কূপমন্ডুকতামুক্ত হানাহানির বিষাক্ত বাংলাদেশ হতে বিদায় নিক সকল পুরনো শকুণ। কেউ যেন না বলে –

"জাতির পতাকা আজ খামচে ধরেছে
সেই পুরনো শকুণ"

শকুণ সব বিদায় হোক। বাংলাদেশের আকাশে শকুণীরা ভুলেও নজর না দিক আর। চিরউড্ডীন পতাকা ও সবুজ ভূখন্ডে লোলুপ নজরের শত্রুতা ধ্বংস হোক। জাতীয় স্বার্থ সবার ঊর্ধ্বে বিবেচ্য হোক। যুদ্ধাপরাধীদের বিচারের জনদাবীর প্রেক্ষিতেই উচিত বিচারিক রায়টি কার্যকর হোক বাংলাদেশের মাটিতে। বিশ্বে বাংলাদেশ এক উদাহরণ সৃষ্টি করুক।

গর্বে হৃদয় ভরে গাইতে পারুক বাংলাদেশের সব মানুষ বাংলা ভাষার প্রিয় গানের বাণী –

"আমি বাংলায় ভালোবাসি,
আমি বাংলাকে ভালোবাসি
আমি বাংলায় হাসি বাংলায় ভাসি, বাংলায় জেগে রই।

আমি বাংলায় ভালোবাসি,
আমি বাংলাকে ভালোবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি।

বাংলা আমার তৃষ্ণার জল, রিক্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি
দেখি বাংলার মুখ।।"

আমার এই বাংলাপ্রেম দিয়েই আমি জগতবাড়ির সবচে' পুরাতন ভালোবাসার কথা লিখতে চাই প্রতিটি বর্ষবিদায়ে ও নতুন বর্ষের আগমনে। কথায় আছে –

"সব ভালো তার
শেষ ভালো যার"

ভালোয়-ভালোয় কাটুক ২০১২-র শেষদিন। এবঙ নতুন আলোকবার্তা নিয়ে আসুক ২০১৩-র নববর্ষ। শুভ নববর্ষ।।

৩১ ডিসেম্বর ২০১২ ইং