আজ আবার নতুন করে গড়তে হবে ‘সোনারবাংলা’

নুরুন্নাহার শিরীন
Published : 29 April 2011, 06:24 AM
Updated : 29 April 2011, 06:24 AM

আজ বাতাসে ধুলোর পাশে স্মৃতির হাজার আসা-যাওয়ায় কি অসহায় হাজার মানুষ ভাসায় তার জীবন-যাপন — ঘরহারাদের আকাশ তলেই জীবন ধারণ — অনিরাপদ শিশুর পথ — পথের বিপদ ওঁত পেতে রয় এমন যেন টেরও না পায় মন ! এমন মোটেও কাম্য নয়। কাম্য নয় খানাখন্দে শিশুর পতন। কেননা ' ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে'। অথচ পথশিশুর কথা আমরা কতটুকুই বা ভাবি ! যার সবচে' আগে নিরাপত্তাবিধান জরুরী, সেই সবচে' অনিরাপদ বাংলাদেশে ! অথচ এমন বাংলাদেশ আমরা চাইনি। আমাদের স্বপ্নের দেশে তো শিশুদের অধিকার সর্বোচ্চ হওয়ার কথা। তারপর অসহায় মা-মেয়ে-বৃদ্ধ ও বৃদ্ধাদের নিরাপত্তার নিশ্চয়তা বিধান হওয়ার কথা। আমরা যে রোজ যথারীতি গাই 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' সেকি তবে মেকি! দেশকে ভালোবাসা মানে তো দেশের সব মানুষ সব সম্পদ ও ঐতিহ্যকেও ভালোবেসে তার লালন-পালন করা। আমরা ক'জন তা করি ! ক'জনই বা সেই সনাতন কবিগুরুর-বঙ্গবন্ধুর স্বপ্ন ছোঁয়া 'সোনারবাংলা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করি ! আজ কিন্তু সময় হয়েছে আমাদের চারপাশ থেকে বিস্তর আবর্জনার অসত্য-বিকৃত-তথ্যের ইতিহাস মুক্তির অবাধ আকাশ ছোঁয়ার। যেখানে সবাই অন্ততঃ প্রকৃত দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। আজ সেই লক্ষ্যে আমাদের প্রত্যেকের যার-যার অবস্থানে থেকে কাজ করে যাওয়াই একমাত্র সমাধান মনে করি।

এবং আজকের অবাধ ইন্টারনেটের কল্যানে এই যে এভাবে ব্লগে লিখছি — দেশের জন্য ভালোবাসার কথা ছড়িয়ে দিতে চাইছি সবার মনে — সে যেন বন্ধ না হয়। সে যেন কোনও ভয়ে নত না হয়। সে যেন বিবেক না হারায়। অমলিন-অজর বাংলার ঐতিহাসিক ঐতিহ্যের ধারক-বাহক রূপে বাংলাদেশের বৈশ্বিক অবস্থানটি যেন জয় করে নেয় সহস্র হৃদয় — আকাশ-মাঠের সীমানাদেয়াল ভেদ করে যায় যেন আমার দেশের গানঃ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

***
nurunnaharshireen@yahoo.com