অবশেষে আবার ফেরা নিজস্ব প্রিয় ভুবনে

নুরুন্নাহার শিরীন
Published : 22 Feb 2014, 09:55 AM
Updated : 22 Feb 2014, 09:55 AM

অপেক্ষার প্রহর দীর্ঘতর হলেও শেষ অবধি বাড়ি ফেরার মতো আনন্দ আর হয় কি? দীর্ঘ দিবস দীর্ঘ রজনী শেষে তেমন একটা প্রহর ফিরে পাওয়া যেন এখানে এসে লিখতে বসে। যদিও হাতের জোরটা কম। বয়সে ধরেছে এবঙ রোগেভোগে। মনের জোর কমেনি – "অসুখ গোল্লায় যাক" ভাবতে পারি বলেই হাই ডোজের প্রতিক্রিয়াশীল ওষুধ গিলেও লিখতে বসি। যাহোক কিছু একটা লিখে খানিক প্রশান্তির প্রয়াস। অর্বাচীনের আত্মপ্রসাদ টাইপের আর কি! তাতে ক্ষতি কি! উপরন্তু সে যদি হয় প্রথম ভালোলাগার ভুবন তাহলে তা হয়তো মনোবল বাড়িয়ে দেয় অনেকখানি। আজ সেটিই অনুভব করছি। দুই মডারেটর কথা রেখেছে। একুশে ফেব্রুয়ারীতেই নবসাজে পুরনো প্রিয় ব্লগসাইট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওপেন করে আবার সাইন-ইন ও পোস্ট করার বন্ধ দুয়ার খুলে দিয়েছে। পুরনোদের সঙ্গেই নতুনের পদচারণা মুখরিত ভাবনাগুলো মিলেমিশে ভাবতে প্রাণিত করবে বাংলার চিন্তাচেতন নব প্রণোদনায় – আজকের চাওয়া এই। চিরকালের চেতনা একঝাঁক নতুন উদ্যোমীর চিন্তন হতে সৃজন করবে উদ্ভাবনার সংযোজনার শাণিত জয়বার্তা এরচে' সুখবর হয় কি আর! বিশ্বের কাছে সম্ভাবনার বাংলাদেশের গ্রহণযোগ্যতা বেড়ে আকাশছোঁয়া হবে – এমন স্বপ্ন ভেবেও সুখ। অসুখ তখন ভাবের ধারেকাছে ঘেঁষেনা। স্বপ্নাকাশে অসুখ নেই। কঠিন বাস্তবের ধাক্কাটা বড় কঠিন। সেইখানে ভাবের রাজত্ব খাটেনা। তবু ভাবনাচিন্তাজাত স্বপ্নকে সঠিক কাজে লাগানো গেলে ফলাফলটা অবিশ্বাস্য জোরালো তাক লাগানো হয়। লেখালিখির চার দশক অতিক্রান্ত করেই আজ বিশ্বাস করি স্বপ্নকে কাজে লাগাতে হয়। তবেই বাস্তবের দেয়ালে পিঠ ঠেকার অবস্থান হতেও ফেরা সম্ভব নব সম্ভাবনায়। বাংলার প্রাচীনতম প্রবাদের একটা এই মুহূর্তে মনে আসছে –

"গরীবের কথা বাসি হলে ফলে।"

তারই রেশ ধরে নিজের অবস্থাদৃষ্টে নিজেরে অর্বাচীনের পাল্লায় রেখে মাপতে গিয়ে দেখি যে অভিজ্ঞাই আমায় অনেক দিয়েছে ভরে। আমার কাছে মূল্যটা তার কম না। আজ আমার কৃতজ্ঞতা বিডিনিউজ পরিবারের সবার কাছে। মডারেটর আইরীন, কৌশিক সহ প্রবীণ-নবীন প্রত্যেক ব্লগারের কাছে। জানিনা জিনিয়া কোথায় এবঙ ক্যামন আছে! আমার হার্দিক শুভেচ্ছা আগামীর তুমুল লাল-সবুজ-হলুদ প্রাণবন্ত উদ্ভাবনার জন্য। স্বার্থবাজের চাওয়াও রাখছি – বোনম্যারো চিকিতসার চতুর্থ স্টেজের মেডিকেশনের জন্য স্বামীর সঙ্গে ৮-ই মার্চ ব্যাঙ্কক যাচ্ছি – "অসুখ গোল্লায় যাক"-ই যেন বলতে পারি ফিরেও – এই দোয়াই চাইলাম সবার কাছে। পারলে তার আগেই অন্ততঃ মার্চের একখানা কাব্যিক পোস্ট দেয়ার ইচ্ছে রইলো।

ফাল্গুন ১৪২০ বঙ্গাব্দ।।

ফেব্রুয়ারী ২০১৪ ইং