সন্ধে রঙের জানলাকাব্যজাল

নুরুন্নাহার শিরীন
Published : 6 Nov 2014, 04:51 PM
Updated : 6 Nov 2014, 04:51 PM

অাজ সন্ধেরঙ দারুণ জ্বলছে জানলায় !
সে এক অসীমানন্দ ডেকে বলছে কি – অায় !
অমনি অামি ও ছায়া একাকী এষণাময় উড়ি !
যে কথা হয়নি বলা বিজনে তাহারে পড়ি !

সে খুব গভীর রঙে অাকাশ অাঁকছে বুঝি !
যে ছায়া যোজনে চুপ অামি কি তাহারে খুঁজি !
অধরা ওড়াউড়ির ভাষা দারুণ ডানার ভাঁজে –
লুকানো নতুন গানে বাঁধিবো কি কারুকাজে –
যেখানে গভীর বেলা – শীতার্ত শব্দের খেলা !
সেথায় ক্যামন করে হৃদয় ভাসায় ভেলা !
তবে কি সন্ধেও জানে ডানাময় হৃদয়ের মানে !
তাই কি জানলাতল ভরেছে পাখির গানে !

তাই কি অামার দেখা ছবি ও পাখির সনে !
অামি কি নিজেও জানি কি অাছে পাখির মনে !
তবুও ক্যামন খুব অাত্মজনের মতোন লাগে !
পাখি ও অামাতে খুব অাহাময় সন্ধে জাগে !

কার্তিক। ১৪২১ বঙ্গাব্দ।
ঢাকা। বাংলাদেশ।