অামরা অাজকাল অভিযোগের সুরে বলি যে রাজধানী এখন দূষিত অাখড়া। ইটভাটা, ধূলোয় ঢাকা। কোথাও সেই অাগের শ্যামল সবুজ নেই। কথাটা পুরোপুরি সত্য না। সেদিন ল্যাবএইডে গিয়ে অামার নজরে পড়লো – কি দারুণ বিকেলে সবুজ ছায়াময় মায়াবী রাজধানী। অামার কি যে লাগলো ভালো। হৃদয় বাজালো পুরনো সেই দিনের সুর – “… তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে … ”
তখন কি অার এমন হৃদয়হরণ শ্যামলিমা ছবিটি করে নিজের সংগ্রহে না রেখে পারি? ধারন করলাম ছবিটা মোবাইলে। এবঙ এইখানে শেয়ার করলাম সবার সনে।
জৈষ্ঠ। ১৪২২ বঙ্গাব্দ।
রাজধানীতে অাজও সবুজ অাছে
ক্যাটেগরিঃ ফটো
সুস্মিতা শ্যামা বলেছেনঃ
ভাল লাগা রেখে গেলাম।
আমার অফিসরুমের জানালার পাশেই কৃষ্ণচৃড়া গাছ। তাকালেই মনটা ভাল হয়ে যায়। কিন্ত সামনের মাস থেকে আমার রুমটা বদলে যাবে। তখন জানালার বাইরে তাকালেই শুধু ইট কাঠ সুরকি দেখতে হবে। 🙁
নুরুন্নাহার শিরীন বলেছেনঃ
সুস্মিতা, এ জগত এখন ইট-কাঠ-সুরকির। জেনেও প্রকৃতি নিজের প্রাকৃতিক সকল ছায়া দিয়েই চলে। মানব জাতি কুঠার প্রবণতায় উজাড় করে শিকড় কেটে চলেছে। ভূমি টলছে ভূ-কম্পনে। হবে না হুঁশ মানব জাতির তবুও। অসহায় আমরা দেখি কেবল সুস্মিতা, আমাদেরই জগতবাড়ি উপড়ানো। 🙁