নুরুন্নাহার শিরীন
Published : 8 Nov 2015, 08:16 AM
Updated : 8 Nov 2015, 08:16 AM

জানলা দিয়ে অপার-অবাধ সবুজ দেখা – সে বড়ো চোখ জুড়ানো, মন ভোলানো, দুখ ঘোচানো। এমন সবুজ যেন জগতে আমি অপার হয়ে বসে আছি – দিনের শেষের শেষ খেলায় ! শুধু হঠাত ডাক আসার অপেক্ষা – "ওরে আয় … আমায় নিয়ে যাবি কি রে সন্ধে বেলার শেষ খেলায় … ওরে আয়"।।