অভিনন্দন টাইগার বাহিনী স্বাধীনতার মাসে জাতিকে দিলে জয়বার্তা

নুরুন্নাহার শিরীন
Published : 20 March 2012, 05:47 PM
Updated : 20 March 2012, 05:47 PM

অভিনন্দন টাইগার বাহিনী !! বাংলাদেশের স্বাধীনতার মাসে জাতির জন্য এনে দিলে বড় জয়বার্তা। এ বড় আনন্দ-জয়োচ্ছ্বাসে ভেসে যাওয়া আনন্দনের দৃশ্য। এমন উপহার স্বাধীনতার মাসে আর কি হতে পারে ! এবার অপেক্ষা ফাইনালেও যেন জয় ছিনিয়ে আনতে সক্ষম হয় আমাদের প্রিয় বাংলাদেশ ক্রিকেট দল। আমরা মুগ্ধ-রুদ্ধশ্বাসে দেখেছি প্রথম থেকেই বাংলাদেশ চমতকার নৈপূন্যে বলিং করেছে। এবঙ শেষেও চমতকার ব্যাটিং করেই জয়ের হাসি হেসেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও মাঠে বিষম উতসাহে হাততালির সমর্থনা দিয়ে উজ্জীবিত করার কাজটি করে গেছেন স্বতঃস্ফুর্ত চিত্তে। দেখে আমরাও প্রাণিত হয়েছি। আমাদের প্রধানমন্ত্রী বরাবরই ক্রিকেট-ফুটবলপ্রেমী। তাঁর সাধ্যমত তিনি বাংলাদেশ দলকে প্রণোদনাসহ যাবতীয় সহযোগ যোগাতে কার্পণ্য করেন না কখনওই। এজন্য তিনিও নিশ্চয় ধন্যবাদার্হ ও অভিনন্দনযোগ্য।

অধীর আগ্রহ নিয়েই অপেক্ষায় জাতি ফাইনালেও এমনই জয়ের ধারাবাহিকতায় ভেসে যাওয়ার জয়োচ্ছ্বাসের অংশী হবার জন্য। আবারও অভিনন্দন প্রিয় বাংলাদেশ ক্রিকেট দল। জয়বাংলা। জয়তু বাংলাদেশ।

২০ মার্চ ২০১২ ইং