দু’দণ্ড শান্তির ঠাঁই-ও আজ জ্বলন্ত ধোঁয়াশায় …

নুরুন্নাহার শিরীন
Published : 25 April 2012, 07:00 AM
Updated : 25 April 2012, 07:00 AM

রাজধানীর বাতাসে এখন তীব্র লাল কৃষ্ণচূড়ার গন্ধ। সঙ্গে আম-জাম-লিচু-কাঁঠাল-তরমুজ এর সমারোহ জানান দিচ্ছে এসে গেছে গ্রীষ্মরাজ। অথচ আমরা তেমন করে তারে বরণ করছিনা যেন ! কেননা আমাদের চারপাশের অবস্থাটি করুণ ! জঞ্জাল-গুজবে ভর্তি আজ ঢাকার আকাশ-বাতাস। মানুষের স্বস্তিহীন গুমোট দশা … এমন দিনে ভাব কি আর আসে আগের মতো সহজ পায়ে ! ভাবে-ও মড়ক লেগেছে বলা যায় ! কেবল রাজনীতির অশনিময় কূটকচালে জনগণের তথা আমাদের দু'দন্ড শান্তির ঠাঁই-ও আজ অনাকাঙ্ক্ষিত ক্ষতিকর
ধোঁয়াশায় ! মুক্তির সূতোটি জনগণের হাতে ধরা আছে কি না জানিনা।

আমি সামান্য লিখিয়ে মানুষ। অবকাশে আমার নিজের ভাব ও চারপাশে ঘটমান-বহমান চালচিত্র লেখায় তুলে আনার চেষ্টা করি। নিতান্ত সহজিয়া-মনোজিয়া ভাষায় সেসব বলতে চাই। এবঙ মনের মতো করে বলাটি লেখায় তেমন করে ফোটাতে না পারার বেদনাভারে জর্জরিত হই। তবুও লিখে ও শেয়ার করে খানিক স্বস্তিবোধ করি।

আমার আজকের ভাবনা প্রিয় বাংলাদেশের অসহনীয় অস্বস্তিকর ঘোলাটে রাজনৈতিক অবস্থা দেখে। আমিতো রাজনীতিবিদ না হয়েও বুঝি যে এক কালের ঋজু-আত্মত্যাগী-সংগ্রামী রাজনীতিবিদরা আজ একে-একে নিভিছে দেউটি-ই শুধু না উদোম-দেউলিয়া প্রায় ! দুঃসহ গুম-খুন-কেলেঙ্কারীর বিষে বিষিয়ে যাওয়া রাজনৈতিক খেল আমরা আর দেখতে চাইনা বলেই আজ শুধু সরকার ও প্রধানমন্ত্রীর কাছে দাবী জানাইঃ

দয়া করে জরুরীভাবে কিছু সঠিক সিদ্ধান্ত গ্রহণ-এর মধ্য দিয়ে জনসাধাধারণ-এর মনে শান্তি ফিরিয়ে আনুন। অশনিজালে আটকা পড়তে রাজী নই আমরা। প্লিজ আজই শুভ উদ্যোগ নিন। আমরা প্রাণভরে রাজধানীর লাল-হলুদ কৃষ্ণচূড়ার ছায়ায় দোল খাওয়া আম-জাম-লিচু-কাঁঠাল-তরমুজে মজি !

১২ বৈশাখ ১৪১৯