আজকাল একা-একাই অজস্র ভন্ডামী দেখি আর হাসি..

নুরুন্নাহার শিরীন
Published : 23 May 2012, 04:15 AM
Updated : 23 May 2012, 04:15 AM

রোজই কোথাও না কোথাও এই ছবিটি দেখি / এই ছবির অজর গানটি শুনি

" আমরা তোমাদের ভুলবোনা ….
আমরা তোমাদের ভুলবোনা …. "

দেখা / শোনার সঙ্গেসঙ্গেই মন ক্যামন করে …. কিন্তু, পরক্ষণেই টের পাই আমার চারপাশ জুড়েই গানটির সঙ্গে / ছবিটির সঙ্গে চলছে রাজ্যের ন্যাক্কারজনক ভন্ডামী। দেখেশুনে একা-একাই নিজের গভীর যত জলছবিদের সঙ্গেই ভাব জমাই, তাদের সনেই একা-একা গভীর আনন্দন শেয়ার করি। কেননা, আমি রোজই খুব করেই টের পাই যাদের আমরা " ভুলবোনা, ভুলবোনা " বলে যতটা জাহির করতে ভালোবাসি ততোটা কিন্তু তাদের আত্মত্যাগ-এর মহিমা মোটেও অনুধাবনও না করেই আত্মপ্রসাদলাভে গদগদ হতেই ভালোবাসি ! তখন নিজের 'পরেও কি এক ধিক্কার আসে ! অগত্যা তখন ভন্ডামী থেকে পরিত্রাণের জন্য নিজের ভিতর নিজেই একা হই আর অজর যত আত্মত্যাগের জ্বলন্ত মুখচ্ছবির আগুনিয়া মন্ত্রণা তুলে আনতে চাই, একাই তাদের জাগ্রত মন্ত্রে আনন্দনের সূত্রখানি জিইয়ে রাখতে শিকড়সম নিজস্ব ভাবনায় জল দিই, একা-একাই হেসে উঠতে চেয়ে কান্নার আগুনে পুড়ি ও উড়ি ! তেমন এক মুহূর্তে লিখেছিলাম সামান্য ক'লাইন …. নিজের ব্লগ-এ শেয়ার করা ছাড়া আর কি-ই-বা পারি !

আজকাল একা-একাই আনন্দে ভাসি !
রোজ ভোরে জাগিতেই দেখি চিলতে আকাশমনি টগবগ ফুটিয়াছে
আমারই ভাবরাজ্যে ! দেখিয়াই মনে বড়ো সুখ পাই। যাহারা রোজই
বিষাইছে বায়ু নিভাইছে আলো তাহাদের মুখদর্শনেও কাজ নাই।

অনেকতো দেখিয়াছি, শুনিয়াছি তাহাদের বড়-বড় বাণী !
অনেক কাঁদিয়া জানিয়াছি তাহাদের রাজনীতি মানে
শুভঙ্করের নির্জলা ফাঁকি !
তো, আজ আমার যত অজর কালের
শিকড়ে-শিখরে ভাসি। জানি
আমার উতস তাহারাই।
লিখি, আহ সাধু, দেখিয়া যান, অন্তর্ভাবের রাজ্যে আদৌ
কোনও সাধনারই প্রয়োজন নাই।

এইতো মাত্র দু'দিন আগেই খবরে মিডিয়ায় বিরোধী নেত্রী-র অদম্য অনশনচিত্র দেখে-শুনে-পড়েও হৃদয়ঙ্গম করতে অপারগ হয়েই ডুব দিই নিজের ভাবরাজ্যে, যে রাজ্যের "কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা" ! তো, সেই ভালো ! আজ আমার সেই ভালো ! এমন ভাবনাটি লিখতে গিয়ে মনে এলো নিকট অতীতের চিত্র, যা দেখে লিখেছিলাম সামান্য কিছু লাইন, শেয়ার করছি ….

" অরিজিনাল কান্নাচিত্র "

মাতৃপিতৃ শোক না। দোসর হারানোরও শোক না।
ভাই কি বোন হারাবারও শোক না।
পুত্রকন্যার শোক না।
পৈত্রিক ভিটে ছাড়ার শোক না।

কেবল অনুকম্পার দান হিসেবে পাওয়া আলিশান বাড়িটির জন্য
আমাদের বিরোধী নেত্রীর সে কি কান্না !
যেনতেন না, ক্যামেরা অন !
যাঁকে আমরা জীবনে এভাবে কাঁদতে দেখিনি
একটি বিলাসি ছাড়বার বেদনায়
তিনি কাঁদলেন !
একদম অরিজিনাল টিস্যুতে চোখ ঢেকে
তিনি কাঁদলেন !
আমরা নিতান্ত সাধারণ জনতার দল
বিরোধী নেত্রীর বিলাসি বাড়ির জন্য শোকাবহ দৃশ্য
অবাঙ দু'চোখে চেয়ে-চেয়ে দেখলাম !
আমাদের কিছুই করার ছিলোনা বলেই শুধু চেয়ে-চেয়ে দেখলাম !
আর ভাবলাম, আহা আমাদের অজস্র বেদনাদিনে
তিনি কি কখনও টিস্যুতে হৃদয় ঢেকে কেঁদেছেন বলে
কেউ জানেন ! জানেন নাকি ভাই !
আমাদের বড়োই জানতে ইচ্ছে করে ….

দেখি, চারপাশের বাতাসে
কত সত্যবদ্ধ-রক্তবদ্ধ
কান্নাগুলো ঝরে ….
মানুষের কান্নাগুলো ঝরে !

জানি, কারও লেখায় কিছুই আসে যায়না জগতলোকের ভন্ডদের। এইসব ঘেন্নাময় নীতিহীনতার কর্মকান্ড জেনেই আজকাল একা-একাই যত্তসব নষ্ট ভন্ডামী দেখি আর কান্নার আগুনে পোড়ানো জলছবিদের সনে একান্ত সখ্যতায় হাসি !

২২ মে ২০১২ ইং