নিরাপদ সড়কের দাবিতে আর কতকাল আমাদের রাস্তায় নামতে হবে?

আমি বাঙালী এই আমার পরিচয়
Published : 2 April 2012, 03:23 PM
Updated : 2 April 2012, 03:23 PM

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আজ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করে। মানববন্ধন এর একপর্যায়ে তারা সড়কে বসে পরে। তারা তাদের চারদফা দাবির স্মারকলিপি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড মুহম্মদ আব্দুল জলিল মিয়ার কাছে পেশ করে।

তাদের চারদফা দাবিসমূহ হল-
১। অবিলম্বে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে গতিরোধক দিতে হবে।
২। মডানমোড় হতে লালবাগ পর্যন্ত সকল প্রকার দূরপাল্লার ও ভারী যানবাহন চলাচল বন্ধ করতে হবে।
৩। সড়কের অসমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করার ব্যবস্থা গ্রহন করতে হবে।
৪। কুড়িগ্রাম ও লালমনিরহাটগামী যানবাহন এর জন্য বিকল্প রাস্তা বা বাইপাস সড়ক নির্মাণ করতে হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড মুহম্মদ আব্দুল জলিল মিয়া এক সপ্তাহের মধ্যে সড়কে গতিরোধক দেবার প্রতিশ্রুত দেন। প্রতিশ্রুত পরিপ্রেক্ষিতে ছাত্র-ছাত্রীরা মানববন্ধন কর্মসূচি আপাতত স্থগিত করে।

এক সপ্তাহের মধ্যে সড়কে গতিরোধক না দিলে তারা কঠোর আন্দোলনের কর্মসূচি প্রদানের কথা জানায়। কিন্তু এরপরও একটি প্রশ্ন থেকে যায় নিরাপদ সড়কের দাবিতে আর কতকাল নামতে হবে আমাদের রাস্তায়?