আমার তৈরি ছোট সফটওয়্যার, কিন্তু অনেক বড় বড় কাজ করতে পারে এক নিমিষেই

মো: পারভেজ রানা
Published : 10 May 2012, 03:00 AM
Updated : 10 May 2012, 03:00 AM

আমার নিজ হাতে তৈরি করা 4 mb এর একটি ছোট Software আনেক বড় বড় কাজ করতে পারে এক নিমিষেই। যারা Textile Engineering পরতেছেন এবং Textile Engineer হিসেবে কর্মরত আছেন তারা একবার দেখেন, যদি না দেখেন তাহলে হতে পারে অনেক বড় কিছু মিস করলেন । Software টি যারা Textile Engineering পরতেছেন এবং Textile Engineer হিসেবে কর্মরত আছেন শুধু তাদের কাজে লাগবে তা না, সকলের কাজে আসবে। এবার আসেন দেখা যাক Software টি দ্বারা যা যা করা যাবে:

1. বাজারে যে Address Book/ Note Book / Phone Book কিনতে পাওয়া যায়, সেটি আর কিনতে হবে না, সেটি এখানেই পাবেন।
2. একটি নরমাল ক্যালকুলেটর পাবেন।
3. সরল অংক (ভগ্নাংশ সংখ্যা সহ য়ে কোন সংখ্যা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গমূল, ঘনমূল নির্ণয়)করার একটি ক্যালকুলেটর পাবেন।
4. আপনার শরীরের Ideal weight কত থাকলে ভাল(সুস্থ আছেন) সেটা জানার একটি ক্যালকুলেটর পাবেন।
5. এবার আসি Textile Engineering পরতেছেন এবং Textile Engineer হিসেবে কর্মরত আছেন তাদের কি কাজে লাগবে সে বিষয়ে:
i) Count Calculation and Convertion
ii) GSM Calculation
iii) Fabric Conjumption
iv) Colour Matching
6. আরেকটি কথা বলতে ভুলে গেছি, এই Software টির "Textile Related Softwar" এই অংশের Count Calculation and Convertion এই Command Button এ ক্লিক করে যে পেইজটি পাবেন সেখান থেকে inch to cm, inch to mm, cm to metre, cm to inch, mm to inch, metre to cm, inch to yd, m to yd, mm to metre, yd to inch, yd to m, metre to mm,inch to m, m to inch, inch to ft, Pound to gm, Oz to lb, Grain to Pound, gm to Pound, lb to Oz, Pound to Grain, Kg to Metric ton, kg to lb, °F to °C , °C to °F , Metric ton to kg, lb to kg তে Convert করতে পারবেন।

এই লিংক থেকে ডাউনলোড করে নিন (এই লিংক থেকে ডাউনলোড করা সহজ): http://adf.ly/7wmzz
অথবা
উপরের এই লিংক থেকে ডাউনলোড করা না গেলে এই লিংক থেকে ডাউনলোড করে নিন : http://adf.ly/7hJNN

****** Software টি Install করতে হবে না । প্রথমে Software টি Unzip করুন। তারপর Address book software(PARVEZ).exe তে ক্লিক করুন। বাস কাজ করুন ধুমসে ।
***** তবে Software টি C: Drive এ না রাখাটাই ভাল কারন Windows Setup দিলে Software টি Delate হয়ে যাবে এবং আপনার Save করা সব মোবাইল নাম্বার, নাম, Address ইত্যাদি তথ্যও Delate হয়ে যাবে।
**** কিন্তু Software টি যদি C: Drive এ না রেখে অন্য কোন Drive এ Save করে রাখেন তাহলে Windows Setup দিলে Software টি আর Delate হয়ে যাবে না।
[বি: দ্র : Office 2007 বা তার পূর্বের version Install করা থাকতে হবে ]

Download Link থেকে অনেকেই Download করতে পারে না। যারা Download Link থেকে Download করতে পারতেছেন না, তারা নিচের নিয়মটি Follow করুন:
01.Link এ CLICK করুন,
02.তারপর 5 Second wait করুন,
03.ডান পাশে skip ad click করুন ,
04.তারপর Click Download
05.Type the given word.
06.Then click Download
07. Download will be start.
আমার সবগুলি Post একসাথে দেখতে চাইলে এই লিংক এখানে ক্লিক করুন।

ভাল লাগলে Comment করুন ।আল্লাহ হাফেজ ।