অনুসন্ধিৎসা

পাঞ্চজন্য
Published : 15 Feb 2012, 11:47 AM
Updated : 15 Feb 2012, 11:47 AM

ব্লগে লিখব- কিছুদিন আগেও ভাবনায় এটা ছিলনা। সত্যি বলতে কি ব্লগ এবং ব্লগারদের বিষয়ে খুব বেশি ধারনা ছিলনা, আগ্রহও না। শুধু এটুকু জানতাম যে কিছু উৎসাহী তরুন প্রচলিত অনেক ধারনা, চর্চা ও পদ্ধতির প্রতিবাদে ব্লগ লিখে চলেছেন। মাঝে মধ্যে ফেসবুকে কোন কোন ব্লগের লিংক দেখেছি। কোনটি ভালো লেগেছে আবার কোনটি বিরক্তিকর ঠেকেছে। কিছু জামাতী ভাবনার ব্লগলিংকের কারনে কয়েকজনকে ফ্রেণ্ডলিস্ট থেকে বাদও দিয়েছি। বুঝিনি কখন আমার নিজের মধ্যেই ব্লগ লেখার ইচ্ছে জেগেছে। হয়তো সেটা অনেকটা অনুসন্ধিৎসা থেকেই। জানিনা কতদিন এটা থাকবে বা বরাবর ভালো লাগবে কি না। তবুও আজ আমি নিঃশঙ্কচিত্তে স্বীকার করি যে আজকের দিনে ব্লগ মুক্তবুদ্ধি চর্চার একটি অত্যন্ত শক্তিশালী বিকল্প মাধ্যম।