পুলিশকে ধিক্কার জানাই

একলাপথিক৯৮
Published : 27 May 2012, 04:43 AM
Updated : 27 May 2012, 04:43 AM

আমি সাংবাদিক নই। তবে সাংবাদিকদের ওপর পুলিশী নির্যাতনের প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। যেভাবে কয়েকজন নিরীহ মানুষকে আহত করা হয়েছে, তাতে দোষীদের বরখাস্ত বা প্রত্যাহার করলেই রাগ মেটেনা আমার…।

পুলিশের নির্মমতার এক ঘৃণ্য শিকার আমিও। গতবছর আমার বাসার গৃহপরিচারিকা অসুস্থতাজনিত কারণে হঠাৎ মারা যায়। ডেথ সার্টিফিকেট নিতে তাকে নিয়ে ঢাকা মেডিক্যালের জরুরী বিভাগে গিয়ে পৌঁছামাত্রই পুলিশ আমাকে ও আমার স্ত্রীকে গ্রেফতার করে, নানা হয়রানী করে। আপোষ করলে হয়ত ৫০,০০০ টাকায় রফা করা যেত (এস.আই. পরে আমাকে বলেছে) । কিন্তু যেহেতু অন্যায় করিনি, তাই নত হইনি। আর তাইতো ২ দিন কারাগারে থাকতে হয়েছে, হাজার হাজার টাকা ঢালতে হয়েছে উকিল, পুলিশ আর ময়না তদন্তকারী ডাক্তারের পেছনে। কোন অন্যায় না করেও শুধু ভোগান্তি কমাতে এই 'খরচ'!!

এই পিশাচের দেশে আর থাকতে মন চায়না, তবু মাকে ছেড়ে যেমন সন্তান যেতে পারেনা, আমিও পারছিনা মাতৃভূমিকে এভাবে ত্যাগ করতে…।