বিডিনিউজ২৪-এ সন্ত্রাসী হামলা: আমার কিছু প্রশ্ন

একলাপথিক৯৮
Published : 30 May 2012, 12:05 PM
Updated : 30 May 2012, 12:05 PM

১। গতকাল রেডিও টুডে-র সংবাদ থেকে প্রথম জানতে পারি এই মর্মান্তিক ঘটনা। সেই প্রতিবেদনে স্বরাষ্ট্রমন্ত্রীর কিছু বক্তব্য (তাঁর কন্ঠে) প্রচারিত হয় যেখানে তিনি বলেছেন, "হামলাকারীরা যদি যুবলীগ হয়, তাদের শাস্তি হবে"। আমার প্রশ্ন : তিনি কি জানতেন কারা হামলা করে থাকতে পারে? আর এখন যাদের ধরা হলো তাদের একজনের ব্যাপারে তার দলের নেতারা কেন অস্বীকার করছে?
২। হামলার কারণ কি কারো স্বার্থবিরোধী সংবাদ পরিবেশন (বা পরিবেশনের চেষ্টা), নাকি তাৎক্ষণিক ঝগড়ার ফল?
৩। যাদের নাম পুলিশ জেনেছে তাদের ধরা হচ্ছেনা কেন? তারা বাতাসে মিলিয়ে গেল? পুলিশ চাইলে কি ধরতে পারে না?
৪। কাজ দেখানোর জন্যে নিরীহ কাউকে আটকে রাখা হচ্ছেনাতো?
৫। সাংবাদিকরা প্রতিবাদ করতে গেলে তাদের ওপর পুলিশী আক্রমণ হলো কেন? স্বরাষ্ট্রমন্ত্রী এখন চুপ কেন?