নিরাপত্তা কোথায়???

আরিফুল হক
Published : 8 Dec 2011, 04:16 PM
Updated : 8 Dec 2011, 04:16 PM

প্রায় হাজের সাতেক টাকা বিদেশী ঋণ মাথায় নিয়ে জন্ম নেয় একটা বাঙালি শিশু। তার মানে হচ্ছে সে জন্মানোর আগেই তার মাথা বিক্রি করে বিদেশ থেকে টাকা এনেছে সরকার। ভাগের টাকা ওই শিশু কখনও পেয়েছে কিনা; এমন প্রমাণ মেলেনি। কিন্তু তার হাড় ভাঙা খাটুনির টাকা দিয়ে সরকার ওই বিদেশী ঋণ শোধ করে। সরকার প্রতিদিন দেশের সবচেয়ে দরিদ্র মানুষের কাছ থেকেও ট্যাক্স নেয়।

প্রতিদিন বাড়ছে খাদ্য ও নিত্যপণ্যের দাম, জ্বালানীর মূল্যবৃদ্ধিতে বাড়ানে হচ্ছে গাড়ি ভাড়া। আর যারা শহরে থাকে তাদের বছরে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। এসব কিছুই হচ্ছে পরোক্ষ ট্যাক্স। যা আদায় করা হয় হতদরিদ্র মানুষের কাছ থেকে্। আপনি কি মনে করেন সব টাকাই সঠিক ভাবে ব্যবহার করা হচ্ছে??? আমি তো অন্তত মনে করি জনগণের কাছ থেকে জবরদস্তি করে আদায় করা এসব টাকা মুষ্টিমেয় কিছু লোক পকেট ভরছে। প্রমাণ চান??? শেয়ারবাজার। এখানে ছাত্র থেকে শুরু করে অনেক নিম্ন আয়ের মানুষ বিনিয়োগ করেছিল। তাদের টাকা মেরে দেয়া হল। সরকার এসব দুষ্কৃতিকারীদের শাস্তি দেবে কী বরং তাদের রক্ষা করতে উঠে পড়ে লাগল। আরও অনেক উদাহরণ রয়েছে যেখানে সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে সরকারগুলো।