কামালউদ্দিন নীলু: আহত ঈগল

কামালউদ্দিন নীলুকামালউদ্দিন নীলু
Published : 2 Sept 2011, 04:01 AM
Updated : 31 Dec 2021, 03:37 AM

গল্পের পর গল্প, গল্পের পর গল্প রেখে-
আমি স্যাঁতসেঁতে পথ তৈরি করি ধোঁয়ার ভিতর!
আমার কণ্ঠ, কণ্ঠের সাথে কথা বলতে চায়,
আমার শরীর, নাচতে চায়,
নাচতে চায়- শরীর নিয়ে।
আমি কিচ্ছু চাইনি, শুধু চাই ভিন্ন, ভিন্ন কিছু!
শুধু সেখানে-
যেখানে জীবনের চরম সীমানায়,
মশকরা করে
নিজের নাম দেওয়া যায় আহত ঈগল!

আমার মধ্যে,
প্রত্যেকের মধ্যে কিছু না হোক,
কিছু একটা আছে;
যদি তা না হয়,
তবে ভালোবাসা কেন বারবার,
কেন বয়সজীর্ণ হয়ে যায়,
মাদী খরগোশ, হরিণীরা কেন বোঝে নাকো তা-
স্বপ্নের ভিতর স্বপ্ন যদি নাই হবে,
তবে কেন চাও হতে-
ঝর্না- পরী- ফুল- ফল- পুষ্পস্তবক!
ইচ্ছের ডানা মেলে তারার আকাশে পারেনি যে মেঘলা হতে,
সমুদ্রে সবুজ জলের ভেতর পারে না সে ভালোবাসতে-
তাই ইচ্ছে করে মেঘলা আকাশে ডানা মেলে ঘুরোঘুরি করতে!
কুয়াশাচ্ছন্ন সময়ে কেন কাঁদে রূপালি মেঘনা-
"সারভাম প্রাভাসাম দুঃখাম সারাভামাত্মাভাশাম সুখাম!"
আমার আত্মা ঝুলছে মিথ্যার রসুইঘরে,
আমি এখন নীরব গতিহীন বিক্ষুব্ধ ক্যালিবান,
অন্তঃস্থিত আমার, আমারই ভেতর!