নারী, তুমি আসলে অবলা না বুদ্ধিমতি?!

পুস্পিতা
Published : 9 May 2011, 10:15 AM
Updated : 9 May 2011, 10:15 AM


বিশ্বকাপ ক্রিকেটের জন্য বাংলাদেশ দলের জার্সি প্রদর্শন করা হবে। সেজন্য গ্রামীণফোন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করেছে গ্রান্ড শো অনুষ্ঠান। সে অনুষ্ঠানের ছবি এসব। একদিকে নারী অধিকার আদায়ের জন্য কতো নীতি, কতো আলোচনা, কতো মানববন্ধন। অন্যদিকে তার প্রকাশ দেখে আমরা শংকিত। সরকারী ভাবে আয়োজিত একটি অনুষ্ঠানে নারীর এত অপমান?! জার্সি উৎসবে জার্সি প্রদর্শনই যদি উদ্দেশ্য হবে, তাহলে সেখানে নারী দেহকে নগ্ন ভাবে প্রদর্শন করা হলো কি কারণে? সে অনুষ্ঠানে খালেদ মাহমুদ সুজন, মাশরাফির হাত ঘুরে মাইক্রোফোন গেল জিম্বাবুয়ে ক্রিকেট দলের নির্বাচক আ্যলিষ্টার ক্যাম্পবেলের কাছে। তখন ক্যাম্পবেল বলল, "আমি আসলে ডিজাইন নয়, দেখছিলাম মডেলদের।"

হ্যাঁ, সেখানে নারীকে এভাবে উপস্থাপনের উদ্দেশ্য ছিল সেটাই। তা না হলে যে জার্সির সাথে নারীর কোন সম্পর্কই নেই, সেখানে নারীকে নগ্নভাবে প্রদর্শন করা হলো কেন? জার্সি উৎসবে নারীর গায়ে একটি জার্সিও নেই, আছে আছে অর্ধ উলঙ্গ পোষাক! কোথায় আমাদের নারী অধিকার সংগঠন গুলো? কেন তারা কোন কথা বলছে না? এসব কি নারীকে অপমান করা নয়? এভাবেই কি নারীকে অধিকার দেয়া হচ্ছে? যে নারীরা এসব কাজে নিজেকে জড়িত করছে, তাদের কাছে প্রশ্ন করতে ইচ্ছে হয়, নারী কি বুদ্ধিমান হচ্ছে না আরো অবলা হচ্ছে?