বাংলাদেশ দলের জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে টসে জিতে ফিল্ডিং নেওয়া প্রসঙ্গে

রাব্বী ইমরান
Published : 4 August 2011, 11:24 AM
Updated : 4 August 2011, 11:24 AM

আমরা বিগত কয়েক বছর ধরে লক্ষ করতেছি যে ,আমদের প্রিয় বাংলাদেশ দল প্রতি টেস্টেই টসে জিতে নির্দ্বিধায় কোন কিছু না বুজে তারা টসে জিতে ফিল্ডিং এর সিধান্ত নেয়। কিন্তু এর যে কি ফল তা আমরা প্রতি টেস্টেই অতি সহজেই বুঝতে পারি।আমি মনে করি বাংলদেশ দলকে নিয়ে আমাদের অনেক আশা । কিন্তু তারা কেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে টসে জিতে ফিল্ডিং নেবে? জিম্বাবুয়ে কি আমাদের চেয়ে শক্তিশালী না আমদের ক্রিকেটাররা চতুর্থ ইনিংসে ব্যাট ভাল করেন !!!!!! যা শচীন টেন্ডুলকার বা রিকি পন্টিংরা করতে ভয় পান। আমরা সাধারণ দর্শক,আমরা চাই বাংলাদেশ দল ভালো করুক । আর একজন ক্রিকেট বিশেষজ্ঞ এর মতে, "টসে জিতলেই সরাসরি ব্যাটিং নাও,যদি একটু ভাবতে হয় তাহলেও ভেবে ব্যাটিং নাও,তারপরেও মনে সংশয় থাকলেও দলের সবার সাথেও আলোচনা করেও ব্যাটিং নাও।"
আমার আশা বাংলাদেশ দল আর টসে জিতে ফিল্ডিং নেবে না বা বিপক্ষে দলকে উপহার দিবে না।